নাগপুরে বৃহস্পতিবার বিজয়া দশমীর ভাষণে স্বদেশি ও আত্মনির্ভরতার উপর জোর দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারতীয় পণ্যের উপর ট্যারিফ যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বললেন, বিশ্ব এখন পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এই নির্ভরশীলতা যেন কখনও অসহায়তায় না বদলায়। ভারতের উচিত নিজের উৎপাদনের উপর নির্ভর করা এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়া।
ট্যারিফের জবাব স্বদেশি ও আত্মনির্ভর
ভাগবতের বক্তব্য, 'আত্মনির্ভর হলে আমরা আমাদের নিজের ইচ্ছেমতো কাজ করতে পারব। স্বদেশি আর স্বনির্ভরতার কোনও বিকল্প নেই। কোনও দেশ একা একা থাকতে পারে না। বিশ্বে পারস্পরিক নির্ভরশীলতা থাকবেই। তবে সেটা যেন বাধ্যবাধকতা হয়ে না দাঁড়ায়। আমাদের স্বদেশী আর স্বনির্ভরতার পথেই হাঁটতে হবে।'
নেপাল নিয়ে কী বলছেন
RSS শতবর্ষ উপলক্ষ্যে এই ভাষণে তিনি শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক অস্থিরতা নিয়েও মন্তব্য করলেন। সম্প্রতি প্রতিবেশী দেশ নেপালে যে Gen Z আন্দোলনের জেরে কেপি ওলি সরকারের পতন হয়েছে, সেটিকে ‘খারাপ সঙ্কেত’ বলে উল্লেখ করেন ভাগবত। তাঁর মতে, হিংসাত্মক আন্দোলন কোনও ফল দেয় না, বরং অরাজকতা সৃষ্টি করে এবং বিদেশি শক্তিকে হস্তক্ষেপের সুযোগ করে দেয়।
#WATCH | During the centenary celebrations of the Rashtriya Swayamsewak Sangh, Sarsanghachalak Mohan Bhagwat says, "... Complete acceptance and respect of diversity and our culture that binds us all together in one thread, is nationalism, which we call Hindu Nationalism. This is… pic.twitter.com/1sKCwATWb8
— ANI (@ANI) October 2, 2025
রাজনৈতিক বিপ্লব নিয়ে ভাগবত
ভাগবতের কথায়, 'ইতিহাসে একবারও দেখা যায়নি যে রাজনৈতিক বিপ্লব আসল লক্ষ্য পূরণ করতে পেরেছে। বরং এগুলি শেষমেশ অন্য দেশের স্বার্থসিদ্ধির রাস্তা খুলে দেয়। তাই সরকারের সঙ্গে মতপার্থক্য থাকলে সেটা আইনি পথে জানাতে হবে। অরাজকতার ব্যাকরণ বন্ধ হওয়া দরকার।' দিনের শুরুতে ভাগবত ঐতিহ্য মেনে অস্ত্রপুজো করেন। নাগপুরের রেশিমবাগ মাঠে আরএসএস বিজয়া দশমী উৎসবে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী অস্ত্রের পাশাপাশি আধুনিক অস্ত্রের প্রতিরূপও। সেখানে ছিল পিনাকা এমকে-১, পিনাকা এনহান্সড রকেট সিস্টেম এবং ড্রোনের মডেল।