scorecardresearch
 

Mohan Bhagwat Muslim Leaders: দিল্লির মসজিদে ভাগবত, RSS প্রধানকে 'রাষ্ট্র ঋষি' বললেন ইমাম

বৃহস্পতিবার উমর আহমেদ ইলিয়াসি, প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি-সহ পাঁচ জন বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন সরসঙ্ঘচালক। দিল্লিতে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমর আহমেদ ইলিয়াসিকে সঙ্গে নিয়ে কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে যান ভাগবত। সেখানে পাঁচ মুসলিম  বিশিষ্টজনের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন। গত এক মাসে বুদ্ধিজীবীদের সঙ্গে এটা তাঁর দ্বিতীয় বৈঠক। 

Advertisement
উমর আহমেদ ইলিয়াসি ও মোহন ভাগবত- ফাইল ছবি। উমর আহমেদ ইলিয়াসি ও মোহন ভাগবত- ফাইল ছবি।
হাইলাইটস
  • সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে প্রশংসায় পঞ্চমুখ অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমর আহমেদ ইলিয়াসি।
  • ভাগবতকে রাষ্ট্রপিতা এবং রাষ্ট্রঋষি আখ্যা দিলেন।
  • বৃহস্পতিবার উমর আহমেদ ইলিয়াসি, প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি-সহ পাঁচ জন বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন সরসঙ্ঘচালক।

সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে প্রশংসায় পঞ্চমুখ  অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমর আহমেদ ইলিয়াসি। ভাগবতকে রাষ্ট্রপিতা এবং রাষ্ট্রঋষি আখ্যা দিলেন তিনি। এই মুসলিম নেতা জানান,'আমার আমন্ত্রণেই এসেছিলেন তিনি। তাঁর আমন্ত্রণরক্ষা দেশকে ইতিবাচক বার্তা দেবে। আমাদের উপাসনা পদ্ধতি আলাদা। কিন্তু ধর্ম মানবতাই। দেশই আমাদের অগ্রাধিকার।'          

বৃহস্পতিবার উমর আহমেদ ইলিয়াসি, প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি-সহ পাঁচ জন বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন সরসঙ্ঘচালক। দিল্লিতে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমর আহমেদ ইলিয়াসিকে সঙ্গে নিয়ে কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে যান ভাগবত। সেখানে পাঁচ মুসলিম  বিশিষ্টজনের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন। গত এক মাসে বুদ্ধিজীবীদের সঙ্গে এটা তাঁর দ্বিতীয় বৈঠক। 

বিজেপির সাসপেন্ডেড নেত্রী নুপূর শর্মা-সহ একাধিক নেতানেত্রীর মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। নুপূর-কাণ্ডের সময় মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুসলিম বুদ্ধিজীবীরা। একটি সংবাদমাধ্যমে কুরেসি বলেন,'দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কিত সংখ্যালঘুরা। সেটাই জানিয়েছি আরএসএস প্রধানকে। হিন্দু-মুসলিম ঐক্যর কথা বলেছেন তিনি। ভারতীয় হিসেবেই আমাদের আসল পরিচয়।'

কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে বিশিষ্টদের সঙ্গে বৈঠকের পর আজাদ মার্কেটে মাদ্রাসায় যান মোহন ভাগবত। সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তাঁদের পড়াশুনোর বিষয়ে জানতে চান। পড়ুয়াদের দিয়ে জয় হিন্দের স্লোগানও দেন ভাগবত। মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।     

বলে রাখি, বারাণসী ও মথুরায় মন্দির ভেঙে মসজিদ নিয়ে সাম্প্রতিক বিতর্কে সহমত নন ভাগবত। জুনেই তিনি জানিয়েছিলেন,'কোনও জায়গা নিয়ে ভক্তি থাকতে পারি। কিন্তু প্রতিদিন নতুন বিষয় খুঁচিয়ে দেওয়া উচিৎ নয়।'  

আরও পড়ুন- 'রাস্তা যেন বন্ধ না হয়, নইলে ঘ্যাচাং ফু', সুজিতকে মমতার বার্তা

Advertisement

Advertisement