scorecardresearch
 

RSS Chief Mohan Bhagwat: 'একবছর হয়ে গেল শান্তির অপেক্ষায় মণিপুর...' মোদী সরকারকে স্পষ্ট বার্তা RSS প্রধান ভাগবতের

তৃতীয় মোদী সরকারকে বিশেষ বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে,সোমবার নাগপুরে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন আরএসএস প্রধান। বস্তুত, সোমবারই তৃতীয় মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরে মন্ত্রীদের বিভিন্ন দফতর বণ্টন করা হয়েছে। 

Advertisement
আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধান মোহন ভাগবত।
হাইলাইটস
  • তৃতীয় মোদী সরকারকে বিশেষ বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
  • হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে।
  • সোমবার নাগপুরে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন আরএসএস প্রধান।

তৃতীয় মোদী সরকারকে বিশেষ বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে,সোমবার নাগপুরে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন আরএসএস প্রধান। বস্তুত, সোমবারই তৃতীয় মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরে মন্ত্রীদের বিভিন্ন দফতর বণ্টন করা হয়েছে। 

গত ১ বছর ধরে অশান্ত রয়েছে মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যে গোলমালের ঘটনা ঘিরে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। মণিপুরে সংঘর্ষের ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধী শিবিরকে। এই প্রেক্ষাপটে সে রাজ্যে শান্তি ফেরাতে মোদী সরকারকে যেভাবে বার্তা দিলেন ভাগবত, তা এই পর্বে আলাদা মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। 

এই প্রসঙ্গে ভাগবত বলেছেন, '১ বছর হয়ে গেল মণিপুর শান্তির অপেক্ষায় রয়েছে। গত ১০ বছরে রাজ্যে শান্তি বহাল ছিল। কিন্তু আচমকাই গুলিগোলার সংস্কৃতি বেড়ে গিয়েছে সে রাজ্যে। অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্যা মেটাতে হবে।'

আরও পড়ুন

এই নিয়ে সরব হয়েছে কংগ্রেসও। এক্স হ্যান্ডলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লিখেছেন, 'যদি 'এক-তৃতীয়াংশ' প্রধানমন্ত্রীর বিবেক জাগ্রত না হয় বা মণিপুরের জনগণের বারবার দাবি না হয়, তাহলে হয়তো মি.ভাগবত প্রাক্তন আরএসএস অফিস-কর্তাকে মণিপুরে যেতে বাধ্য করতে পারেন।'

সোমবারই মণিপুরে ফের হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। সে রাজ্যের  মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অ্যাডভান্স নিরাপত্তা টিমের উপর হামলা চালায় কুকি জঙ্গিরা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সফর রয়েছে, তার আগে এই দলটি যখন জিরিবাম যাচ্ছিল তখন জঙ্গিরা এই হামলা চালায়। মঙ্গলবার জিরিবাম সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই হামলায় সিআইডি রাজ্য পুলিশ, সিআইএসএফ জওয়ান এবং দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহত একজনকে ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২ দিন ধরে জিরিবামে হিংসার খবর রয়েছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। এই অবস্থার পর্যালোচনা করতে,  মঙ্গলবার জিরিবাম যাওয়ার কথা মণিপুরের মুখ্যমন্ত্রীর।
 

Advertisement

Advertisement