Russia Pakistan JF-17 Engines: ভারতের 'বন্ধু' রাশিয়া ফাইটার জেট ইঞ্জিন বেচছে পাকিস্তানকে? কংগ্রেসকে জবাব দিল বিজেপি

ভারতের বন্ধু রাশিয়াই নাকি এখন পাকিস্তানের ত্রাতা। JF-17 Thunder Block III ফাইটার জেট-এর জন্য নাকি   RD-93MA ইঞ্জিন পাঠাচ্ছে রাশিয়া। অন্তত এমনটাই দাবি করেছিল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। আর সম্প্রতি এই দাবিরই পাল্টা দিল বিজেপি। তাদের পক্ষ থেকে অমিত মালব্য জানান, রাশিয়া এই দাবি একবারেই উড়িয়ে দিয়েছে। তারা পাকিস্তানকে ইঞ্জিন সাপ্লাই করছে না। 

Advertisement
ভারতের 'বন্ধু' রাশিয়া ফাইটার জেট ইঞ্জিন বেচছে পাকিস্তানকে? কংগ্রেসকে জবাব দিল বিজেপি
হাইলাইটস
  • ভারতের বন্ধু রাশিয়াই নাকি এখন পাকিস্তানের ত্রাতা
  • JF-17 Thunder Block III ফাইটার জেট-এর জন্য নাকি   RD-93MA ইঞ্জিন পাঠাচ্ছে রাশিয়া
  • এমনটাই দাবি করেছিল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস

ভারতের বন্ধু রাশিয়াই নাকি এখন পাকিস্তানের ত্রাতা। JF-17 Thunder Block III ফাইটার জেট-এর জন্য নাকি   RD-93MA ইঞ্জিন পাঠাচ্ছে রাশিয়া। অন্তত এমনটাই দাবি করেছিল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। আর সম্প্রতি এই দাবিরই পাল্টা দিল বিজেপি। তাদের পক্ষ থেকে অমিত মালব্য জানান, রাশিয়া এই দাবি একবারেই উড়িয়ে দিয়েছে। তারা পাকিস্তানকে ইঞ্জিন সাপ্লাই করছে না। 

কংগ্রেসের জয়রাম রমেশ করেন অভিযোগ
মোদী সরকারকে লক্ষ্য করে কংগ্রেসের জয়রাম রমেশ দাবি করেন, রাশিয়া আগে ভারতের খুব ভালো বন্ধু ছিল। তবে এখন তারাই পাকিস্তানকে আধুনিক জেট ইঞ্জিন বিক্রি করছে। এটা মোদী সরকারের কূটনৈতিক ব্য়র্থতা। 

তিনি বলেন, 'মোদী সরকারের জানান উচিত, কেন আমাদের এক সময়ের বন্ধ রাশিয়া এখন পাকিস্তানকে সাহায্য করছে। এটা হল সেই ইঞ্জিন যা JF-17 Thunder Block III-এর মধ্যে ফিট হবে। আর এই বিমানে PL-15 মিলাইল ফিট করা যায়। আর এই মিসাইলের মাধ্যমেই অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান অ্যাটাক করেছিল।'

আর কংগ্রেসের এই দাবি ঘিরেই তোলপাড় হয় ভারতের রাজনীতি। বিরোধী দলগুলি অনেকেই সরকারের কাছে এই বিষয়ে স্বচ্ছতার দাবি জানান। 

দেশের কূটনীতি নিয়েও প্রশ্ন তোলেন জয়রাম
কংগ্রেসের জয়রাম জানান, রাশিয়া পাকিস্তানকে সাহায্য করার পরও ভারত এস-৪০০ মিসালই এবং Su-57 বিমান নিয়ে চুক্তি করার চেষ্টা করছে। আর এটাই সরকারের অদ্ভুত আচরণকে সামনে আনে বলে মনে করছেন তিনি।

যদিও কংগ্রেসের এই দাবির বিরুদ্ধে পাল্টা দিয়েছে বিজেপি।

কী জবাব দিলেন অমিত মালব্য? 
ও দিকে কংগ্রেসের এই দাবিকে একবারে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাঁদের পক্ষ থেকে অমিত মালব্য এক্স-এ জানান, 'পাকিস্তানে ইঞ্জিন পাঠানোর দাবি রাশিয়া একবারে উড়িয়ে দিয়েছে। জয়রাম রমেশ এমন খবরের ওয়েব সাইটের উপর নির্ভর করে, যার উপর পাকিস্তানের হয়ে প্রোপাগ্যান্ডা চালানোর অভিযোগ রয়েছে। কোনও সরকারি অনুমোদন, কোনও বিশ্বস্ত সূত্র ছাড়াই তিনি এমনটা বলেছেন- এটা আরও একটা ভুল তথ্য।'

Advertisement

মালব্যের আরও দাবি, কংগ্রেস চিরকালই দেশের পক্ষে নয়, শত্রুর হিতে দাঁড়িয়েছে। 

আর দাবি-পাল্টা দাবি নিয়েই এখন সরগরম জাতীয় রাজনীতি। সকলেই চেয়ে রয়েছেন এর পর কংগ্রেস ঠিক কী বলে, সেটা শোনার জন্য।

 

POST A COMMENT
Advertisement