Russian Woman Nina Kutina Rescued: সাপের মাঝে দুই সন্তানের জন্ম! ভারতের জঙ্গলে ৮ বছর লুকিয়ে ছিলেন রাশিয়ার নিনা

কর্নাটকের গোকর্ণার রামতীর্থ পাহাড়ি অঞ্চলের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হল এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই কন্যা সন্তানকে। গত আট বছর ধরে বিপজ্জনক সাপ-জঙ্গলে বসবাস করছিলেন ৪০ বছরের নিনা কুটিনা ওরফে মোহি। গুহার মধ্যে সন্তান জন্ম, বড় করে তোলা, আর আধ্যাত্মিক সাধনায় ডুবে থাকা, এই জীবনযাত্রা অবশেষে পুলিশের নজরে আসে।

Advertisement
সাপের মাঝে দুই সন্তানের জন্ম! ভারতের জঙ্গলে ৮ বছর লুকিয়ে ছিলেন রাশিয়ার নিনা
হাইলাইটস
  • কর্নাটকের গোকর্ণার রামতীর্থ পাহাড়ি অঞ্চলের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হল এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই কন্যা সন্তানকে।
  • গত আট বছর ধরে বিপজ্জনক সাপ-জঙ্গলে বসবাস করছিলেন ৪০ বছরের নিনা কুটিনা ওরফে মোহি।

কর্নাটকের গোকর্ণার রামতীর্থ পাহাড়ি অঞ্চলের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হল এক রাশিয়ান মহিলা এবং তাঁর দুই কন্যা সন্তানকে। গত আট বছর ধরে বিপজ্জনক সাপ-জঙ্গলে বসবাস করছিলেন ৪০ বছরের নিনা কুটিনা ওরফে মোহি। গুহার মধ্যে সন্তান জন্ম, বড় করে তোলা, আর আধ্যাত্মিক সাধনায় ডুবে থাকা, এই জীবনযাত্রা অবশেষে পুলিশের নজরে আসে।

নিনা ২০১৬ সালে ভারতে এসেছিলেন ব্যবসায়িক ভিসায়। কিন্তু হিন্দু ধর্ম ও ধ্যান-যোগের প্রতি আকৃষ্ট হয়ে যান তিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি জনসমাগম এড়িয়ে জঙ্গলের গুহায় জীবনযাপন শুরু করেন। সেখানেই তাঁর দুই কন্যা, ছয় বছরের প্রেয়া ও চার বছরের এমার জন্ম হয়।

সম্প্রতি রুটিন টহলের সময় গুহার সামনে অস্বাভাবিক নড়াচড়া দেখে পুলিশ ঢুকে পড়ে এবং উদ্ধার করে নিনা ও তাঁর সন্তানদের। গুহার ভিতর ছিল শিবমূর্তি, হিন্দু দেব-দেবীর ছবি ও রাশিয়ান ধর্মীয় গ্রন্থ।

নিনা প্রথমে গুহা ছাড়তে চাননি। বলেছিলেন, 'সাপ আমাদের বন্ধু। আমরা ওদের ক্ষতি করি না, ওরাও আমাদের করে না।' কিন্তু ধস ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় শেষমেশ বেরিয়ে আসেন।

পুলিশ জানায়, নিনা তাঁর সন্তানদের ছবি আঁকা, গান, যোগব্যায়াম ও জপ শেখাচ্ছিলেন। তাঁরা খাদ্য মজুত করতেন এবং শহরে ফোন চার্জ দিয়ে ফিরে আসতেন। উদ্ধারের পরে দুই শিশু আশ্রমে আলো, বিছানা দেখে খুশি।

আইনি প্রক্রিয়া শেষে তাঁদের রাশিয়ায় ফেরত পাঠানো হবে। ভারতের সঙ্গে, বিশেষ করে জঙ্গল ও আধ্যাত্মিকতার সঙ্গে, নিনার গভীর সম্পর্ক থাকলেও এই অধ্যায়ের আপাতত ইতি।
 

 

POST A COMMENT
Advertisement