Saayoni Ghosh: 'দিদির বিরুদ্ধে বাংলাদেশি ঢোকানোর অভিযোগ তোলেন, পহেলগাঁওতে জঙ্গি ঢোকালেন কেন?' লোকসভায় সায়নী

লোকসভায় 'অপারেশন সিঁদুর' নিয়ে ডিবেটে চাঁচাছোলা ভাষায় প্রধথানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তাঁর বক্তব্য বাংলাকে বঞ্চনা করা সত্ত্বেও দেশের কঠিন পরিস্থিতিতে নিঃস্বার্থ ভাবে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
'দিদির বিরুদ্ধে বাংলাদেশি ঢোকানোর অভিযোগ তোলেন, পহেলগাঁওতে জঙ্গি ঢোকালেন কেন?'সায়নী ঘোষ
হাইলাইটস
  • 'অপারেশন সিঁদুর' নিয়ে ডিবেটে চাঁচাছোলা সায়নী
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ
  • বাংলাকে বঞ্চনার অভিযোগ জানালেন তিনি

বাংলাকে বঞ্চনা করার পরও বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময়ে নিঃশর্ত ভাবে এবং কোনও প্রশ্ন না করে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন। মঙ্গলবার লোকসভায় 'অপারেশন সিঁদুর' নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে একথাই স্মরণ করালেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন তিনি। একইসঙ্গে সায়নীর প্রশ্ন, 'আপনারা তো সর্বদাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, আপনারা তাহলে কেন পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকালেন?'

যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এদিন আরও বলেন, 'আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আদর্শ জাতীয়তাবাদী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হতে নানা দেশে গিয়ে অপারেশন সিঁদুরের জয়গাঁথা গেয়েছেন। কিন্তু আমরা কি পেলাম? আপানার তো দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করেছেন।' সায়নীর প্রশ্ন, নিজেদের ঢাক নিজেরা পেটানোর কী দরকার? দেশের পরাক্রম তো গোটা বিশ্ব দেখেছে। 

সায়নী ঘোষ আরও বলেন, 'আপনারা বাংলাকে অপমান করেন, বাংলা ভাষাকে অসম্মান করেন। কালই ভোট করুন। একদিকে আপনি, আপনার কাঁড়ি কাঁড়ি টাকা আর কেন্দ্রীয় এজেন্সির টাকা। আর অন্যদিকে, হাওয়াই চটি বাংলার মেয়ে মমতা। আমরাও দেখে নেব।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর প্রশ্ন, 'এক চুটকি সিঁন্দুর কি কিমত পাকিস্তানি আতঙ্কবাদী ক্যায় জানে, জানতে থে হামারে মোদীজি। আর তাই খুব সুন্দর করে আমাদের আবেগ উস্কে দিলেন। আমাদেরও তাঁর থেকে চাহিদা বেড়ে গেল। কিন্তু উনি কি ভারতের এই গর্ব, প্রতাপ, প্রতিপত্তির মান রাখতে পারলেন? গল্পটা খুব সুন্দর তৈরি হয়েছিল কিন্তু সরষের বদলে পকোড়া ভাজার জন্য কড়াইতে কেরোসিন তেল ঢালা হয়ে গিয়েছিল।' কেন পহেলগাঁওতে সাধারণ পর্যটকদের জন্য কোনও নিরাপত্তা ছিল না, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, 'যেখানে এতজন পর্যটক চলে যেতে পারলেন, জঙ্গিরা পৌঁছে গেল, সেখানে নিরাপত্তারক্ষীরা পৌঁছতে পারল না কেন?'

 

Advertisement

POST A COMMENT
Advertisement