Fake voter list: ভুয়ো ভোটার তালিকায় সামান্থা-তামান্না! তদন্তে পুলিশ

হায়দরাবাদে চাঞ্চল্যকর ঘটনা। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া এবং রাকুল প্রীত সিংয়ের নাম ও ছবি জাল ভোটার তালিকায় প্রকাশিত হওয়ায় মামলা দায়ের করল পুলিশ। মধুরা নগর থানায় দায়ের হওয়া এফআইআরে অভিযোগ, একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ওই অভিনেত্রীদের ছবি ও মিথ্যা ভোটার তথ্য দিয়ে দাবি করা হয়েছে, তাঁরা হায়দরাবাদের একই ঠিকানার ভোটার।

Advertisement
ভুয়ো ভোটার তালিকায় সামান্থা-তামান্না! তদন্তে পুলিশ
হাইলাইটস
  • হায়দরাবাদে চাঞ্চল্যকর ঘটনা। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া এবং রাকুল প্রীত সিংয়ের নাম ও ছবি জাল ভোটার তালিকায় প্রকাশিত হওয়ায় মামলা দায়ের করল পুলিশ।
  • মধুরা নগর থানায় দায়ের হওয়া এফআইআরে অভিযোগ, একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ওই অভিনেত্রীদের ছবি ও মিথ্যা ভোটার তথ্য দিয়ে দাবি করা হয়েছে, তাঁরা হায়দরাবাদের একই ঠিকানার ভোটার।

হায়দরাবাদে চাঞ্চল্যকর ঘটনা। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া এবং রাকুল প্রীত সিংয়ের নাম ও ছবি জাল ভোটার তালিকায় প্রকাশিত হওয়ায় মামলা দায়ের করল পুলিশ। মধুরা নগর থানায় দায়ের হওয়া এফআইআরে অভিযোগ, একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ওই অভিনেত্রীদের ছবি ও মিথ্যা ভোটার তথ্য দিয়ে দাবি করা হয়েছে, তাঁরা হায়দরাবাদের একই ঠিকানার ভোটার।

নির্বাচন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তালিকার তথ্য সম্পূর্ণ ভুয়ো এবং এতে জাল ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড (EPIC) নম্বর ব্যবহার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ধারা ৩৩৬(৪) এবং ৩৫৩(১)(সি) অনুযায়ী মামলা রুজু হয়েছে।

GHMC সতর্কবার্তায় জানিয়েছে, যাচাই না করে এ ধরনের পোস্ট শেয়ার করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ১১ নভেম্বর জুবিলি হিলসের উপনির্বাচনের আগেই এমন ঘটনা সামনে আসায়, প্রশাসন সচেতনতা বাড়াতে উদ্যোগী। ভোটারদের নির্বাচন কমিশনের অফিসিয়াল সূত্র ছাড়া অন্য কোনও তথ্য বিশ্বাস না করার আবেদন জানিয়েছে তারা। তদন্ত চলছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচারকারীদের খোঁজে তৎপর পুলিশ।

 

POST A COMMENT
Advertisement