Sangam Water: 'কুম্ভের সঙ্গমের জল খাওয়ার যোগ্য', মল ব্যাকটেরিয়া রিপোর্ট ওড়ালেন যোগী

মহাকুম্ভে পুণ্যস্নান সারছেন কোটি কোটি মানুষ। সঙ্গমের জল পানও করছেন অনেকে। এই আবহে সঙ্গমের জলে মাত্রাতিরিক্ত মলের ব্যাকটেরিয়া রয়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের রিপোর্টে। যা ঘিরে হইচই শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বুধবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বললেন, 'সঙ্গমের জল পান করার জন্য যোগ্য।'

Advertisement
'কুম্ভের সঙ্গমের জল খাওয়ার যোগ্য', মল ব্যাকটেরিয়া রিপোর্ট ওড়ালেন যোগীসঙ্গমের জল নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ।
হাইলাইটস
  • মহাকুম্ভে পুণ্যস্নান সারছেন কোটি কোটি মানুষ।
  • সঙ্গমের জল পানও করছেন অনেকে।
  • এই প্রেক্ষাপটে বুধবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মহাকুম্ভে পুণ্যস্নান সারছেন কোটি কোটি মানুষ। সঙ্গমের জল পানও করছেন অনেকে। এই আবহে সঙ্গমের জলে মাত্রাতিরিক্ত মলের ব্যাকটেরিয়া রয়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের রিপোর্টে। যা ঘিরে হইচই শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বুধবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বললেন, 'সঙ্গমের জল পান করার জন্য যোগ্য।'

ঠিক কী বলেছেন যোগী?


উত্তরপ্রদেশ বিধানসভায় যোগী বলেছেন যে, ইতিমধ্যেই মহাকুম্ভে ৫৬.২৫ কোটি পুণ্যার্থী স্নান করেছেন। বহু বিখ্যাত মানুষও পুণ্যস্নান করেছেন। তারপরেই বলেছেন, 'যখন আমরা সনাতন ধর্ম, মা গঙ্গা, ভারত ও মহাকুম্ভের বিরুদ্ধে ভুয়ো ভিডিয়ো দেখিয়ে ভিত্তিহীন অভিযোগ করি, এতে ওই ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাই হয়।'

এদিন, উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এক রিপোর্ট তুলে ধরে যোগী বলেছেন যে, গঙ্গায় বায়োলজিক্যাল অক্সিদেন ডিমান্ড লেভেল ৩ এমজি/লিটার ও ডিসলভড অক্সিজেন লেভেল ৫ এমজি/লিটার থেকে প্রায় ৯ এমজি/লিটার হয়েছে। 

প্রসঙ্গত, মহাকুম্ভ নিয়ে নানা বিতর্কের আবহে সম্প্রতি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের এক রিপোর্টে উল্লেখ করা হয় যে, প্রয়াগরাজে গঙ্গায় মলমূত্রের ব্যাকটেরিয়া মাত্রাতিরিক্ত পরিমাণে রয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে সঙ্গমের জল নিয়ে পাল্টা মুখ খুললেন যোগী। 
 

POST A COMMENT
Advertisement