Sangeet Som: মুস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ থেকে হুমকি পেলেন BJP-র সঙ্গীত, শাহরুখকে বলেছিলেন 'রাষ্ট্রদ্রোহী'

বাংলাদেশ থেকে হুমকি ফোন আসছে বিজেপি নেতা সঙ্গীত সোমের কাছে। সেই মতো পুলিশের কাছে অভিযোগও করেছেন এই নেতা। পাঠিয়েছিলেন ফোন নম্বর। তারপর পুলিশই জানায় যে এই নম্বরটা বাংলাদেশের। যদিও এই হুমকির পরও তিনি দমে যাবে না বলে জানিয়ে দিয়েছেন সঙ্গীত সোম। এরপরও তিনি সনাতনীদের হয়ে লড়াই করে যাবেন।

Advertisement
মুস্তাফিজুর ইস্যুতে বাংলাদেশ থেকে হুমকি পেলেন BJP-র সঙ্গীত, শাহরুখকে বলেছিলেন 'রাষ্ট্রদ্রোহী'সঙ্গীত সোম
হাইলাইটস
  • বাংলাদেশ থেকে হুমকি ফোন আসছে বিজেপি নেতা সঙ্গীত সোমের কাছে
  • সেই মতো পুলিশের কাছে অভিযোগও করেছেন এই নেতা
  • পুলিশই জানায় যে এই নম্বরটা বাংলাদেশের

বাংলাদেশ থেকে হুমকি ফোন আসছে বিজেপি নেতা সঙ্গীত সোমের কাছে। সেই মতো পুলিশের কাছে অভিযোগও করেছেন এই নেতা। পাঠিয়েছিলেন ফোন নম্বর। তারপর পুলিশই জানায় যে এই নম্বরটা বাংলাদেশের। যদিও এই হুমকির পরও তিনি দমে যাবে না বলে জানিয়ে দিয়েছেন সঙ্গীত সোম। এরপরও তিনি সনাতনীদের হয়ে লড়াই করে যাবেন।

আসলে এই বিজেপি নেতা প্রথম থেকেই বাংলাদেশের হিন্দু হত্যার বিরুদ্ধে কথা বলে আসছিলেন। এমনকী তিনি বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য কেকেআর-কে আক্রমণ করেন। তাঁর আক্রমণের কেন্দ্রে ছিলেন বলিউডের অভিনেতা ও কেকেআর-এর অন্যতম মালিক শাহরুখ খান। সঙ্গীতের মতে, শাহরুখ হলেন দেশদ্রোহী। তাই তিনি এই সময় বাংলাদেশের খেলোয়াড়দের নিয়েছেন বলে আক্রমণ করেন তিনি।

আর এই ঘটনার পরই সঙ্গীত সোমের কাছে হুমকি ফোন আসল। যার অভিযোগ তিনি থানাতেও করেছেন বলে জানিয়ে রেখেছেন। তিনি অভিযোগ জানিয়েছেন সরধান থানায়।

যদিও ফোনটা সরাসরি সঙ্গীত পাননি। ফোনটা পায় চন্দ্রশেখর সিং। তাঁর ব্যক্তিগত সচিব। সেই সচিবই অভিযোগ করেন পুলিশে। সচিব বলেন, 'আমার ফোনে আজ (৫ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা নাগাদ একটি ফোন আসে। সেই ফোনের অপর দিকে থাকা ব্যক্তি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিয়ে কথা শুরু করেন।'

এই অভিযোগ পত্রে দেখা যায়, ওই ব্যক্তি ফোনের অপর দিকে থাকা ব্যক্তি অশ্লীল ভাষায় কথা বলে। পাশাপাশি সঙ্গীত সোম ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। অভিযুক্ত ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যমগুলির বোম মেরে উড়িয়ে দেবে বলে এই অভিযোগপত্রে লেখা হয়েছে বলে খবর।

ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বলেন, 'তোমরা কিছুই করতে পারবে না আমাদের। খুব শীঘ্রই তোমাদের ও তোমাদের নেতা সঙ্গীত সোমকে জাহান্নামে পাঠানো হবে।'

এ প্রসঙ্গে সরধনা থেকে প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোম জানান, 'আমার সচিবের মাধ্যমে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।'

Advertisement

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ হুমকির উৎস ও কলারের পরিচয় খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

মাথায় রাখতে হবে ইতিমধ্যেই বাংলাদেশের বোলার মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। এই ঘটনার পর বাংলাদেশও ভারতে আসন্ন টি২০ বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দিয়েছে। আর এমন পরিস্থিতিতেই হুমকি ফোন পেলেন সঙ্গীত সোম। এখন দেখার পুলিশের তদন্তে আর কী উঠে আসে। 

POST A COMMENT
Advertisement