Anil Ambani: ফের অনিল আম্বানির কোম্পানিকে 'Fraud' তকমা, CBI-এর দ্বারস্থ হচ্ছে SBI

অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে এবার CBI-এর দ্বারস্থ হচ্ছে SBI। রিলায়েন্স কমিউনিকেশনস (RCom) এবং তার প্রোমোটার ডিরেক্টর অনিল ডি আম্বানিকে 'ফ্রড' হিসেবে উল্লেখ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

Advertisement
ফের অনিল আম্বানির কোম্পানিকে 'Fraud' তকমা, CBI-এর দ্বারস্থ হচ্ছে SBI সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছে এসবিআই।
হাইলাইটস
  • অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে এবার CBI-এর দ্বারস্থ হচ্ছে SBI।
  • এই ঘটনা নিয়ে এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
  • সোমবার সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্র।

অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে এবার CBI-এর দ্বারস্থ হচ্ছে SBI। রিলায়েন্স কমিউনিকেশনস (RCom) এবং তার প্রোমোটার ডিরেক্টর অনিল ডি আম্বানিকে 'ফ্রড' হিসেবে উল্লেখ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই ঘটনা নিয়ে এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সোমবার সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১৩ জুন SBI-এর অভ্যন্তরীণ নীতি এবং রিজার্ভ ব্যাঙ্কের জালিয়াতি সংক্রান্ত গাইডলাইন অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়। এরপর ২৪ জুন RBI-কে পুরো বিষয়টি রিপোর্ট করে স্টেট ব্যাঙ্ক। বর্তমানে সিবিআইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

রিলায়েন্স কমিউনিকেশনস (RCom)-এর রেজোলিউশন প্রফেশনাল (RP) বিষয়টি ইতিমধ্যেই বম্বে স্টক এক্সচেঞ্জের কাছে জানিয়েছে। ২০২৫ সালের ১ জুলাই স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে।

বিপুল অঙ্কের ঋণ
এসবিআই জানিয়েছে, অনিল আম্বানির সংস্থার ঋণের অঙ্ক বিপুল। শুধু মূলধনের হিসাবেই ঋণের অঙ্ক ২,২২৭.৬৪ কোটি টাকা। এর সঙ্গে সুদ এবং আনুষাঙ্গিক খরচ তো আছেই। এছাড়াও রয়েছে ৭৮৬.৫২ কোটি টাকার নন-ফান্ড ভিত্তিক ব্যাঙ্ক গ্যারান্টি।

প্রসঙ্গত, বর্তমানে কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রক্রিয়ার (CIRP) মধ্যে রয়েছে রিলায়েন্স কমিউনিকেশনস। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি কোড (IBC) ২০১৬-র অধীনে এই প্রক্রিয়া চলছে।

সংস্থার ঋণদাতা কমিটি (Committee of Creditors) ইতিমধ্যেই রেজোলিউশন প্ল্যানে অনুমোদন দিয়েছে। ২০২০ সালের ৬ মার্চ মুম্বই জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে (NCLT) সেই পরিকল্পনা জমা পড়ে। তবে এখনও NCLT-এর চূড়ান্ত রায় মেলেনি।

এসবিআই অনিল আম্বানির বিরুদ্ধে ব্যক্তিগত ইনসলভেন্সির মামলাও করেছে। সেই মামলাটিও চলছে মুম্বইয়ের এনসিএলটি-তে।

এই প্রথম নয়
এর আগেও ২০২০ সালের ১০ নভেম্বর RCom এবং অনিল আম্বানিকে 'ফ্রড' বলে ঘোষণা করেছিল SBI। পরে ২০২১ সালের ৫ জানুয়ারি সিবিআই-তে অভিযোগও দায়ের করা হয়।

তবে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সেই অভিযোগ ৬ জানুয়ারি প্রত্যাহার করতে হয়।

Advertisement

এরপর ২০২৩ সালের ২৭ মার্চ সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ আসে। এসবিআই বনাম রাজেশ আগরওয়াল মামলায় জানানো হয়, জালিয়াতের তকমা দেওয়ার আগে ঋণগ্রহীতাকে শুনানির সুযোগ দিতে হবে।

এরপরেই SBI ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সেই ফ্রডের তকমা প্রত্যাহার করে।

POST A COMMENT
Advertisement