India Pakistan Share Market: তপ্ত পরিস্থিতিতে শেয়ারবাজারে ধস, কয়েক মিনিটে লগ্নিকারীদের ৩.৫ লক্ষ কোটি ডুবল

শুক্রবারেও শেয়ার বাজারে বড়সড় পতন। ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। আর তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। দিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ইনডেক্স। সেনসেক্স এবং নিফটি দু'টোতেই বড় ধস নামল।

Advertisement
তপ্ত পরিস্থিতিতে শেয়ারবাজারে ধস, কয়েক মিনিটে লগ্নিকারীদের ৩.৫ লক্ষ কোটি ডুবল
হাইলাইটস
  • শুক্রবারেও শেয়ার বাজারে বড়সড় পতন।
  • ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে।
  • দিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ইনডেক্স।

শুক্রবারেও শেয়ার বাজারে বড়সড় পতন। ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। আর তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। দিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ইনডেক্স। সেনসেক্স এবং নিফটি দু'টোতেই বড় ধস নামল।

শুক্রবার সকাল ৯:২২ নাগাদ সেনসেক্স ৫১৪ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ ড্রপ করে ৭৯,৮২০ পয়েন্টে নেমে আসে। নিফটি সূচক ১৬০ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ পড়ে ২৪,১১৪ পয়েন্টে দাঁড়ায়। এর ফলে এক ধাক্কায় বাজার থেকে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকার মূলধন উড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

৩.৫ লক্ষ কোটি টাকার ক্ষতি

বিএসই-র হিসাব অনুযায়ী, এর আগের দিনের ৪১৮.৫০ লক্ষ কোটি টাকার তুলনায় এদিন বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৪১৫.০১ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, বিনিয়োগকারীদের মোট সম্পদ প্রায় ৩.৪৮ লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে।

BSE-তে ১১৬টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বনিম্নে

এদিন বিএসই-তে ১১৬টি শেয়ার গত ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ACC, AIA Engineering, Central Bank, Galaxy Surfactants, Jindal Saw, Vedant Fashions এবং Syngene International-সহ BSE 500-র বহু শেয়ার এক বছরের সর্বনিম্নে পৌঁছেছে। যদিও, ১৫টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ ছুঁয়েছে।

মোট ২,৫০৯টি শেয়ার পড়েছে

এইদিন মোট ২,৯৯০টি শেয়ারের মধ্যে ২,৫০৯টি পড়েছে। মাত্র ৪০০টি শেয়ার উঠেছে এবং ৮১টি শেয়ার অপরিবর্তিত থেকেছে।

MCX, IEX, Zomato-সহ একাধিক জনপ্রিয় শেয়ার ৫% পর্যন্ত পড়ল

MCX, Poly Medicure, EIH, Indian Hotels, Jyoti CNC, Grindwell Norton, Tata Teleservices (Maharashtra), Concord Biotech, JBM Auto এবং Anant Raj—এই সমস্ত শেয়ার ৫.২৫ শতাংশ পর্যন্ত পড়েছে।

Sensex-এ বড় পতনের কারণ

Sensex সূচকের বড় পতনের জন্য দায়ী শেয়ারগুলি হল—HDFC Bank, ICICI Bank, Reliance Industries Ltd, PowerGrid, Infosys, Bharti Airtel, ITC, HUL, Kotak Mahindra Bank, TCS এবং Bajaj Finance।

NSE-র ১৭টির মধ্যে ১৪টি সূচক পড়েছে

Advertisement

NSE-তে ১৭টি সাব-ইনডেক্সের মধ্যে ১৪টি পড়ে গিয়েছে। বিশেষ করে, Nifty Financial Services, Nifty FMCG এবং Nifty Realty-তে বড় পতন দেখা গিয়েছে।

এফআইআই এবং ডিআইআই ডেটা

শুক্রবারের আগের সেশনে বিদেশি প্রতিষ্ঠানগত বিনিয়োগকারীরা (FII) নেট ভিত্তিতে ২,০০৭.৯৬ কোটি টাকার শেয়ার কিনেছে। অন্যদিকে, ঘরোয়া প্রতিষ্ঠানগত বিনিয়োগকারীরা (DII) ৫৯৬.২৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

আন্তর্জাতিক বাজারের ছবিটা কিন্তু আলাদা

এশিয়ার অন্য বাজারগুলিতে কিন্তু উল্টো ছবি। বৈশ্বিক শুল্ক চুক্তি নিয়ে আশার ফলে বেশিরভাগ এশীয় সূচক উপরে উঠেছে। Nikkei এবং Dow Jones এক শতাংশেরও বেশি বেড়েছে। AXS 200 এবং Hang Seng-ও কিছুটা উঠে এসেছে। যদিও KOSPI সূচক পড়ে গিয়েছে।

POST A COMMENT
Advertisement