ফের এক IPO। ২০২৩ সালের প্রথমার্ধেই বেশ কিছু ছোট-বড় সংস্থা বাজারে প্রথমবার শেয়ার ছেড়েছে। একইভাবে, বছরের দ্বিতীয়ার্ধেও বেশ কিছু নতুন শেয়ার আসছে বাজারে। বিনিয়োগকারীরা যদি ভেবেচিন্তে সঠিক শেয়ারগুলিতে বিনিয়োগ করেন, তাহলে বেশ ভালই মুনাফার সুযোগ রয়েছে। ৭০টিরও বেশি সংস্থার শেয়ার লঞ্চের জন্য অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ছোটখাটো বহু সংস্থা রয়েছে। আবার টাটা গোষ্ঠীর মতো বড় গ্রুপের সংস্থাও রয়েছে।
বাজারের রিপোর্ট বলছে, প্রায় ৭১টি সংস্থা ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে তাদের আইপিও লঞ্চের পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাজার থেকে মোট ১.৯০ লক্ষ কোটি টাকা তোলা হবে। বাজার পর্যবেক্ষণ সংস্থা প্রাইম ডেটাবেসের তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবর্ষের ৩১ জুলাই পর্যন্ত, ১৫টি কোম্পানি তাদের আইপিও লঞ্চ করেছে। এর মাধ্যমে সব মিলিয়ে তারা বাজার থেকে ২১,০৮৯ কোটি টাকা তুলেছে।
তবে আরও অনেক সুযোগ রয়েছে। বছরের দ্বিতীয়ার্ধেও IPO বিনিয়োগের বেশ কিছু সুযোগ পাবেন।
৪১টি সংস্থা ইতিমধ্যেই আইপিও-র অনুমোদন পেয়ে গিয়েছে। সবুজ সংকেত দিয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)। আরও প্রায় ৩০টি সংস্থা বাজার নিয়ন্ত্রকের কাছে নথি জমা দিয়েছে৷ যারা ইতিমধ্যেই আইপিও চালুর জন্য নিয়ন্ত্রকের অনুমোদন পেয়ে গিয়েছে, তারা বাজার থেকে প্রায় ৫০,৯০০ কোটি টাকার আশেপাশে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে আইপিওতে বিনিয়োগ করতে ইচ্ছুকদের জন্য এটি সুবর্ণ সুযোগে বললেও ভুল হবে না। এখনও পর্যন্ত বেশির ভাগ আইপিও ছোট হলেও শীঘ্রই বেশ কিছু বড় সংস্থার IPO আসছে। ফলে দ্রুত বড় মুনাফা কামানোর বেশ কিছু সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।
টাটার দু'টি কোম্পানির নতুন শেয়ার আসছে বাজারে। সেবি ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছে। এর মধ্যে প্রথমটি হল টাটা টেকনোলজিস লিমিটেড। প্রায় ৪,০০০ কোটি টাকার ইস্যু। দ্বিতীয়টি হল টাটা প্লে লিমিটেড। আইপিও প্রায় ২,৫০০ কোটি টাকার। তালিকায় অন্যান্য বেশ কিছু বড় নাম রয়েছে। যেমন EbixCash Limited। এই সংস্থাও শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে প্রায় ৬,০০০ কোটি টাকা তুলতে পারে।
যে যে কোম্পানির আইপিও আসতে পারে
টাটা গ্রুপের সংস্থা ছাড়াও, বেশ কিছু সংস্থার আইপিও বাজারে আসতে পারে। এর মধ্যে রয়েছে Navi Technologies Limited। ইস্যু মূল্য ৩,৩০০ কোটি টাকা। Indegene Limited-এর IPO মূল্য ৩,২০০ কোটি টাকা৷ অগাস্টে অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ (২২ অগাস্ট), পিরামিড টেকনোপ্লাস্টের (১৮ অগাস্ট) শেয়ার আসছে বাজারে। ফলে এই আইপিও-গুলিতেও বিনিয়োগের সুযোগ রয়েছে।