Sashi Tharoor on Kumbh Mela: 'এমন মানুষদের কুম্ভে যাওয়া উচিত নয়,' কাদের কথা বললেন শশী থারুর?

'ভিভিআইপিদের কুম্ভের(Kumbh Mela) মতো বড় কোনও ধর্মীয় অনুষ্ঠানে না যাওয়াই ভালো', মত কংগ্রেস সাংসদ ডঃ শশী থারুরের।

Advertisement
'এমন মানুষদের কুম্ভে যাওয়া উচিত নয়,' কাদের কথা বললেন শশী থারুর?কুম্ভমেলায় এই ব্যক্তিদের না যাওয়াই ভাল, মত শশী থারুরের।

'ভিভিআইপিদের কুম্ভের(Kumbh Mela) মতো বড় কোনও ধর্মীয় অনুষ্ঠানে না যাওয়াই ভালো', মত কংগ্রেস সাংসদ ডঃ শশী থারুরের। রবিবার জয়পুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুম্ভমেলার মতো বিশাল জনসমাগমে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ভিভিআইপিদের সেখানে অংশ নেওয়া এড়ানো উচিত।

ভিভিআইপি সুবিধা নিতে অস্বীকার করেন শশী থারুরের

শশী থারুর জানান, তিনি নিজেও সেখানে গিয়ে ভিভিআইপি সুবিধা নিতে পারতেন, কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন। তাঁর এক বন্ধু, যিনি সরকারের একজন মন্ত্রী, তাঁকে কুম্ভে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু শশী থারুর সেই সুযোগ নেননি। তিনি বলেন, 'আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি কুম্ভমেলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আমার বিশ্বাস, কুম্ভমেলা সাধারণ মানুষের জন্যই হওয়া উচিত। তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই এতে ভিভিআইপিদের অংশ নেওয়া উচিত নয়।'

মধ্যবিত্তদের বাজেট নিয়ে যা বললেন শশী থারুর

শশী থারুর কেন্দ্রীয় বাজেট ২০২৫ নিয়েও নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, 'আমি বুঝতে পারছি যে মধ্যবিত্তরা বাজেট নিয়ে আনন্দিত। কিন্তু যদি আপনার মাসিক আয় ১ লাখ টাকা না হয় বা আপনি উত্তরপ্রদেশ বা বিহারের বাসিন্দা না হন, তাহলে এতে আলাদা করে খুশি হওয়ার মতো কিছুই নেই।'

'এখনও আয়কর বিল আসেনি'

তিনি আরও বলেন, 'আমরা এখনও আয়কর বিলের খসড়া দেখিনি। যদি সরকার গৃহঋণ পরিশোধ সংক্রান্ত সমস্ত ছাড় তুলে দেয়, তবে কী হবে? তাই আমার মনে হয়, এত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাজেট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করাটা ঠিক হবে না।'

শশী থারুরের এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্যকে সমর্থন করছেন কেউ কেউ, আবার কেউ মনে করছেন, এটি শুধুই রাজনৈতিক প্রতিক্রিয়া। তার এই মন্তব্যের পর সরকার বা অন্যান্য রাজনৈতিক দল কী প্রতিক্রিয়া জানায় এখন সেটাই দেখার।

POST A COMMENT
Advertisement