Sadhvi Prachi Takes Dig At Swara Bhasker: 'ফ্রিজটা একবার দেখে নিলে ভাল হত,' ফাহাদ-স্বরার বিয়েতে মন্তব্য BJP-র সাধ্বীর
১৬ ফেব্রুয়ারি হাদ জিরার আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা ভাস্কর। টুইটারে বিয়ের ছবিও পোস্ট করেন তিনি।
ফাহাদকে বিয়ে করায় স্বরাকে খোঁচা সাধ্বী প্রাচীর- মুম্বই,
- 22 Feb 2023,
- (Updated 22 Feb 2023, 5:20 PM IST)
হাইলাইটস
- ১৬ ফেব্রুয়ারি হাদ জিরার আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা ভাস্কর
- সাধ্বী প্রাচী বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেত্রী
সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে (Fahad Ahmad) বিয়ে করা নিয়ে অভিনেত্রী স্বরা ভাস্করকে (Swara Bhasker) খোঁচা দিলেন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচী (Sadhvi Prachi)। তাঁর কটাক্ষ, 'তাঁর (স্বরা) একবার ফ্রিজটা দেখা উচিত ছিল।' সাধ্বী প্রাচী সেই ঘটনার উদাহরণও দিয়েছেন, যেখানে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখেছিল আফতাব পুনাওয়ালা।
সাধ্বী বলেন, 'স্বরা ভাস্কর সবসময়ই হিন্দু ধর্মের বিরুদ্ধে। আমি নিশ্চিত ছিলাম যে তিনি নিজের ধর্ম থেকে নন এমন কাউকেই বিয়ে করবেন। তিনি একজন মুসলিমকে বিয়ে করেছেন। সম্ভবত, স্বরা ভাস্কর কীভাবে শ্রদ্ধার দেহকে ৩৫ টুকরো করা হয়েছিল সে খবর দেখেননি। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর একবার ফ্রিজটি দেখা উচিত ছিল। যদিও এটি তাঁর ব্যক্তিগত পছন্দ। কিন্তু শ্রদ্ধার সঙ্গে যা ঘটেছে তা স্বরার সঙ্গেও ঘটতে পারে।'
আরও পড়ুন: Meghalaya Assembly Election 2023: 'BSF ক্যাম্পে রেপ হয়েছে, খবর পেলাম, মেঘালয় সীমান্তে কথায় কথায় গুলি চলে,' শিলংয়ে BJP-কে টার্গেট মমতার
১৬ ফেব্রুয়ারি ফাহাদ জিরার আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা ভাস্কর। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে সেদিন অভিনেত্রী লিখেছিলেন, 'কখনও কখনও আপনি এমন কিছু খুঁজছেন যা আপনার পাশে ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পেয়েছি। এবং তারপরে আমরা একে অপরকে পেয়েছি! আমার হৃদয়ে স্বাগতম ফাহাদ জিরার আহমেদ। এটি বিশৃঙ্খল কিন্তু এটি আপনার!'