অন্তরীক্ষের পথে ভারতের শুভাংশু শুক্লা সহ আরও ৩ মহাকাশচারী। বুধবার বেলা ১২টায় স্পেস সেন্টারের উদ্দেশে রওনা দেয় অ্যাক্সিয়ম-৪। যাত্রাপথে ড্রাগন ক্যাপসুল থেকে প্রথম প্রতিক্রিয়া দিলেন শুভাংশু। যা শুনে চোখে জল ভারতবাসীর, সেই সঙ্গে ৪১ বছর পর রচিত হল আরও এক গর্বের ইতিহাস।
ঐতিহাসিক এই দিনটিতে শুভাংশু বলেন, "নমস্কার... প্রিয় দেশবাসী, হোয়াট আ রাইড! ৪১ বছর পর আমরা আবার মহাকাশে পৌঁছচ্ছি। অসাধারণ একটা যাত্রা। এই মুহূর্তে আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবী প্রদক্ষিণ করছি। আমার কাঁধে আমার তেরঙ্গা আছে। এটি ভারতেরও স্পেস যাত্রার সূচনা। আমি চাই গোটা দেশ এই যাত্রায় সামিল হোক। আপনাদেরও গর্বে বুক চওড়া হওয়া উচিত। আপনারা উত্তেজনা দেখান। আসুন আমরা সবাই মিলে ভারতের এই গর্বের মুহূর্তের সূচনা করি। ধন্যবাদ.... জয় হিন্দ। জয় ভারত।" এদিন অ্যাক্সিয়ম-৪ মিশন কেনেডি স্পেস সেন্টারের কমপ্লেক্স ৩৯এ থেকে যাত্রা শুরু হয়।
After 41 years, India's flag will fly in space again.
— Shubhanshu Shukla (@IndiaInSky) June 25, 2025
Jai Hind 🇮🇳 pic.twitter.com/9BJKHeCjNZ
১৯৮৪ সালে রাকেশ শর্মা স্পেস মিশনে যাওয়ার পরে দ্বিতীয় ভারতীয় শুভাংশু। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর পর, তিনিই স্পেস স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় হবেন। ২৮ ঘণ্টার যাত্রা শেষে, মহাকাশযানটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এক বিমান যোদ্ধার অদম্য মনোবলে অনুপ্রাণিত একটি যাত্রা: ভারতীয় বায়ু সেনা
শুভাংশু শুক্লার মিশন চালু হওয়ার পর, ভারতীয় বায়ু সেনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। তাতে এই দিনটির জন্য আনন্দ প্রকাশ করে। IAF এক্সে-এ লেখে, আকাশ জয় থেকে তারা ছোঁয়া পর্যন্ত, ভারতীয় বায়ু সেনার বিমান যোদ্ধাদের অদম্য মনোবল দ্বারা অনুপ্রাণিত একটি যাত্রা। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা একটি ঐতিহাসিক মহাকাশ অভিযানের উদ্দেশে রওনা হলেন যা জাতির গর্বকে পৃথিবীর বাইরে নিয়ে যাবে। আইএএফ জানিয়েছে, এটি ভারতের জন্য একটি মুহূর্ত যা স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মার মিশনের ৪১ বছর পরে এসেছে, যিনি প্রথমবারের মতো পৃথিবীর ওপারে আমাদের তেরঙ্গা বহন করেছিলেন। এটি মিশনের চেয়েও অনেক বেশী কিছু।