Sikkim Current Road Status: সিকিমে ধসের কী অবস্থা, কোন রাস্তা দিয়ে যাতায়াতের অনুমতি? জানুন

Sikkim Current Road Status: সিকিমে ফের বিপত্তি। বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক এলাকায়। বন্ধ রাস্তা। পারমিট ইস্যু করা বন্ধ হল লাচুং এবং লাচেনে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই পারমিট নতুন করে আর ইস্যু করা হচ্ছে না। গরম থেকে রেহাই পেতে বরফে সিকিমে আনন্দ করতে গিয়ে আতঙ্কে পর্যটকরা।

Advertisement
সিকিমে ধসের কী অবস্থা, কোন রাস্তা দিয়ে যাতায়াতের অনুমতি? জানুনসিকিমে ধসের কী অবস্থা, কোন রাস্তা দিয়ে যাতায়াতের অনুমতি? জানুন
হাইলাইটস
  • বন্ধ করে দেওয়া হল লাচুং ও লাচেনের রাস্তা
  • নাগাড়ে বৃষ্টির জেরে প্রবল ধস সিকিমে
  • আটকে পর্যটকদের ১০০ গাড়ি

Sikkim Current Road Status:মঙ্গলবার রাত থেকে নতুন করে ধস নেমেছে সিকিমে। পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় লাচুং-লাচেন সহ একাধিক রাস্তা। জানা গিয়েছে, প্রবল বৃষ্টি ও ধসের কারণে লাচেন ও লাচুং-এর রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম প্রশাসন। বুধবারও বাতিল থাকবে পুরোনো পারমিট। আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত পর্যটকদের অপেক্ষাকৃত উঁচু পাহাড়ি এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 

প্রবল বৃষ্টির পর জলস্রোতের কারণে সাংকালান ও ফিডংয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যে কারণে সাংকালান সেতুর কাছে পর্যটকদের শতাধিক গাড়ি আটকে গিয়েছে। মাংগন প্রশাসন সেই গাড়িগুলিকে স্থানীয় একটি বিডিও অফিসের পার্কিংয়ে রাখার ব্যবস্থা করে। স্বাভাবিকভাবে বহু পর্যটক আটকে পড়েছেন। অনেককে বুধবার সারাদিনে সরিয়ে আনা হয়েছে। কিছু রাস্তা বন্ধ। কিছু রাস্তা খোলা রয়েছে। কিছু রাস্তাকে ওয়ান-ওয়ে করা হয়েছে। যাঁরা এই সময় সিকিমে যাচ্ছেন বা গিয়েছেন। তাঁরা জেনে নিন, বৃহস্পতি-শুক্রবার কোন কোন রাস্তা খোলা থাকবে।

২২ মো, ২০২৫ তারিখে রাস্তার অবস্থা
১. রাকডুং-টিনটেক হয়ে মাঙ্গান থেকে গ্যাংটক রাস্তা পরিষ্কার।
২. ⁠মঙ্গন থেকে ফোডং হয়ে গাংটক পর্যন্ত শুধুমাত্র হালকা যানবাহনের জন্য রাইড সিকার।
৩. ⁠মঙ্গন-চুংথাং হয়ে টুং নাগা নতুন রাস্তা অবরুদ্ধ।
৪. ⁠মঙ্গন থেকে চুংথাং হয়ে ফিডাং রাস্তা খোলা কিন্তু সময় সাপেক্ষে

(গ্যাংটক থেকে চুংথ্যাং): সাংকালং বা ফিদাং বেইলি ব্রিজ হয়ে গ্যাংটক থেকে চুংথ্যাংগামী সমস্ত পর্যটন যানবাহন দুপুর ১টা (দুপুর ২:০০) এর মধ্যে সাংকালং এলাকা অতিক্রম করবে। এই রুট দিয়ে চুংথ্যাং অভিমুখে কোনও পর্যটন যানবাহন ১৪টা পরে সাংকালং এলাকা দিয়ে চলাচলের অনুমতি পাবে না।

(চুংথাং থেকে গ্যাংটক): চুংথাং থেকে গ্যাংটকগামী সমস্ত পর্যটন যানবাহন ১৫৩০ ঘন্টা (বিকাল ৩:৩০) এর মধ্যে সাংকালং বেইলি ব্রিজ বা ফিডহ্যাং পার হবে। ১৫৩০ ঘন্টা পরে এই রুটে কোনও পর্যটন যানবাহন সেতু পার হতে পারবে না।

(I) ভারী যানবাহন (রুট: ফিডং-সাংকালং-চুংথং) শুধুমাত্র ২১০০ ঘন্টা এবং ০১০০ ঘন্টার মধ্যে চলাচলের অনুমতি রয়েছে।
(II) ভারী যানবাহন (রুট: চুংথাং-সাংকালং-ফিডাং) শুধুমাত্র ০৫০০ ঘন্টা এবং ১১০০ ঘন্টার মধ্যে চলাচলের অনুমতি।

Advertisement

৫. মাঙ্গান থেকে চুংথাং হয়ে সামকালং রাস্তা বন্ধ
৬. ⁠চুংথাং থেকে লাচেন রাস্তা শুধুমাত্র হালকা যানবাহনের জন্য উন্মুক্ত
৭. ⁠লাচেন থেকে থাঙ্গু শুধুমাত্র হালকা যানবাহনের জন্য উন্মুক্ত।
৮. ⁠থাঙ্গু থেকে গুরুদংমার- খোলা
৯. ⁠চুংথাং থেকে লাচুং - পরিষ্কার
১০. ⁠লাচুং থেকে ইউমথাং - পরিষ্কার
১১. ⁠মাঙ্গান থেকে দিকচু - পরিষ্কার

কলকাতা তথা দক্ষিণবঙ্গের ভ্যাপসা গরম থেকে বাঁচতে অনেকেই সিকিম পাড়ি দিয়েছেন। গরমের ছুটিতে বরফে ঘেরা পাহাড় বেড়ানোর আশায় গিয়েছে অসংখ্য পর্যটক। কিন্তু সেই আনন্দ এখন আতঙ্কে পরিণত হয়েছে।  এপ্রিলের শেষে এবং মে মাসের শুরুতেও সিকিমে পর্যটকদের ভিড় ছিল। তবে এর মাঝে ধসের কারণে বারবার পর্যটকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। 
 

 

POST A COMMENT
Advertisement