গ্যাংটকের কাছে জঙ্গলে গাছে ঝুলন্ত রয়্যাল বেঙ্গল শাবক! আতঙ্ক-উত্তেজনা এলাকায়Gangtok Royal Bengal Tiger: গত দুদিন ধরে একটি ছবি ভাইরাল হয়, পূর্ব সিকিমের গ্যাংটকের শ্যায়ারি এলাকায় জঙ্গলের ভেতর গাছের ডালে ঝুলে থাকতে দেখা গিয়েছে এক রয়্যাল বেঙ্গল টাইগারের শাবককে। এমনটাই প্রচার শুরু হয়।মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়ায়। পাহাড়ি বনভূমিতে এমন দৃশ্য দেখে মুহূর্তেই হইচই পড়ে যায়। বলা হয় একটি ছাত্র মোবাইলে ছবিটি তুলেছে। গোটা হিমালয় পার্বত্য অঞ্চল তোলপাড় শুরু হয়, ছবিটি সত্যি না মিথ্য়া তা নিয়ে।
ছবির প্রেক্ষিতে সিকিম বন দফতরও আসরে নামে। এরপরই ঘটনাস্থলের আশপাশে বনকর্মীরা তল্লাশি শুরু করেন। স্থানীয়দের মধ্যে আতঙ্কও বাড়তে থাকে। কারণ শাবক দেখা মানেই আশপাশেই থাকে মা বাঘিনী, এটাই তাদের অভিজ্ঞতা।গ্যাংটকের মতো শহরের এত কাছে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি থাকলে তা সত্যিই চমকে দেওয়ার মতো হবে বলে বন দফতরের আধিকারিকদের দাবি। সিকিমে সাধারণত হিমালয়ান প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিললেও ডোরাকাটা বাঘের মতো প্রাণী এই অঞ্চলে খুবই বিরল। ফলে সত্যিই এমন ঘটনা ঘটে থাকলে তা গুরুত্ব দিয়ে দেখবে ফরেস্ট ডিপার্টমেন্ট বলেও জানানো হয়।
স্থানীয় বিধায়ক ও রাজ্য বন দফতরের উপদেষ্টা তেনজিং নরবু লামথা সম্ভাব্য এলাকায় যান। বন দফতরের ডিভিশনাল ফরেস্ট অফিসার নর্দেন ভুটিয়া জানান, পাঙ্গোলাখা অভয়ারণ্য থেকে ভুটানের সামসে জঙ্গল পর্যন্ত একটি বিস্তৃত করিডর রয়েছে। এই করিডরের মাধ্যমেই বাঘ বা অন্যান্য বন্যপ্রাণী চলাচল করে থাকতে পারে।
তবে তল্লাশি চালিয়েও শাবক বা মা বাঘিনীর হদিশ এখনও মেলেনি। তবুও সতর্কতার স্বার্থে এলাকা জুড়ে নজরদারি বাড়িয়েছে দফতর। স্থানীয়দের অযথা পাহাড়ি জঙ্গলে না ঢোকার আবেদনও জানানো হয়েছে। পাশাপাশি ছবিটির সত্যতা যাচাইও শুরু করেছে বনদফতর।