জুবিন গর্গের শেষ সিনেমা দেখতে ভিড়।-ফাইল ছবিসিঙ্গাপুর কর্তৃপক্ষ আসাম পুলিশকে প্রয়াত গায়ক ও সুরকার জুবিন গর্গের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পাঠিয়েছে। এই রিপোর্ট তদন্তে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্তে নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিমধ্যেই যথেষ্ট অগ্রগতি করেছে। এবং ৯০ দিনের মধ্যে, অর্থাৎ ১৭ ডিসেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করার পরিকল্পনা রয়েছে।
হিমন্ত বলেন, 'আমাদের SIT যখন সিঙ্গাপুরে গিয়েছিল, তখন সেখানকার কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিল। আজ তারা পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) অনুসারে আনুষ্ঠানিকভাবে ময়নাতদন্ত ও বিষবিদ্যা রিপোর্ট পাঠিয়েছে।'
গত ১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ৫২ বছর বয়সী জুবিন গর্গ-এর মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে SIT এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে, যারা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী বলেন, 'SIT জুবিনের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। চার্জশিট জমা হলে মানুষ তাদের কাজের প্রশংসা করবে।'
তবে তিনি একই সঙ্গে বলেন, রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন ‘লাভ জিহাদ’, জমি দখল এবং সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কও সরকারের নজরে রয়েছে। কংগ্রেসের প্রতি কটাক্ষ করে হিমন্ত অভিযোগ করেন, বিরোধী দল আসামকে 'বাংলাদেশের অংশ বানানোর চেষ্টা করছে।' তিনি দাবি করেন, শ্রীভূমি জেলার একটি সভায় কংগ্রেস সেবা দলের সদস্যরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন, এবং এ বিষয়ে সরকার ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে।