ফাইল ফটো SIR-এর নথি জমা করার জন্য আরও এক সপ্তাহ সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন। যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত SIR নিয়ে প্রয়োজনীয় দাবি এবং আপত্তি জমা পড়েনি, সেখানেই সময়সীমা বাড়ানো হল। এই তালিকায় রয়েছে ৬টি রাজ্য।
নির্বাচন কমিশনের মতে, তামিলনাড়ু এবং গুজরাতে SIR-এর জন্য প্রয়োজনীয় জমা দেওয়ার নতুন সময়সীমা ১৪ ডিসেম্বর, রবিবার থেকে বাড়িয়ে করা হয়েছে ১৯ ডিসেম্বর, শুক্রবার। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবারের বদলে ২৩ ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশে SIR-এর জন্য নির্দিষ্ট নথি জমা করা যাবে ২৬ ডিসেম্বরের বদলে ৩১ ডিসেম্বর, বুধবার পর্যন্ত।
এই সমস্ত রাজ্যের মানুষের কাছে নাগরিকদের কাছে বর্ধিত সময়সীমার সুবিধা গ্রহণ করে দ্রুত কাগজ জমা করার আবেদন করেছে নির্বাচন কমিশন।
তবে এই সময়সীমা বাংলার ক্ষেত্রে কার্যকর নয়। বাংলায় এখনও পর্যন্ত SIR প্রক্রিয়া উল্লিখিত ৬ রাজ্যে মতো এগোয়নি। বৃহস্পতিবারই বাংলায় শেষ হল SIR-এর ফর্ম ফিলআপের প্রক্রিয়া। এ রাজ্যে ভোটার তালিকার খসড়া লিস্ট ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে। এর এক মাস পর্যন্ত, অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত যোগ্য ভোটার তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা হবে। আবার অপরদিকে অযোগ্য ভোটারদের নাম মুছে দেওয়ার জন্য অভিযোগও করা যাবে এই সময়ের মধ্যেই। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই আপিল ও অভিযোগের নিষ্পত্তি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া এই সময়ের মধ্যেই ভোটার কেন্দ্র নির্ধারণ করা হবে বলেও খবর। এবার ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকার চূড়ান্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।