Snake সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এবার উলটপূরাণ। এক যুবকের কামড়ে মারা গেল আস্ত সাপ। এই খবর সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। সেই যুবককে দেখতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ।
ঘটনা উত্তরপ্রদেশে হরদোই জেলার। তারিয়াওয়ান থানা এলাকার ভাদয়ালের পুষ্পাতলি গ্রামের ওই যুবক ধানক্ষেতে কাজ করছিলেন। চার থেকে পাঁচ ফুট লম্বা একটা কোবরা সাপ সেখানে আসে। সাপটি কামড়াতে যায় পায়ে। এমনকী পেঁচিয়েও ধরে। তখন সাপটিকে হাতে নিয়ে পাল্টা কামড়ে দেয় সেই যুবক। তার ফণায় এমনভাবে কামড় দেয় যে তা শরীর থেকে আলাদা হয়ে যায়।
এদিকে ততক্ষণে খবর জানাজানি হয়ে গিয়েছে। সেই যুবককে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। এক রাত হাসপাতালে থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে সাপটি মারা যায়।
ঘটনার এক প্রতক্ষ্যদর্শী বলেন, 'পুণিত নামের ওই যুবক ধানের জমিতে কাজ করছিলেন। তখন একটা বিষধর সাপ এসে তাঁর পায়ে জড়িয়ে ধরে। পুণিত বুঝতে পেরে সাপটিকে পা থেকে ছাড়িয়ে ফণায় কামড়ে দেয়। তাতে সাপটি মারা যায়। এদিকে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাক্তাররা তাঁকে ছেড়ে দেন। তিনি এখন সুস্থ। বাড়িতেই আছেন।'
ওই হাসপাতালে এক চিকিৎসক বলেন, 'সাপ দেখার পর বিপজ্জনক কাজ করেন পুণিত। তিনি সাপটিকে কামড়ে দেন। যদি কোনওভাবে সাপের মধ্যে থাকা বিষ মুখে ঢুকত তাহলে মৃত্যুও হতে পারত।'
এদিকে পুণিত জানান, 'জমিতে কাজ করছিলাম। তখন সাপটি আমাকে কামড়াতে আসে। আমিও মুখে কামড়ে দিই। সাপটি মারা যায়। আমি হাসপাতালে আসি। এখন সুস্থ আছি।'
স্থানীয় এক বাসিন্দা জানান, পুণিত ও সেই সাপটিকে দেখতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে। আশপাশের গ্রাম থেকে লোকজন আসছে।