Narendra Modi: 'ভোটের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে...' নাম না করেই তৃণমূলকে আক্রমণ মোদীর

'এমন রাজনৈতিক দল রয়েছে, যারা ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে। আড়াল করছে। পুরো শক্তি দিয়ে তাদের মুখোশ জনতার সামনে খুলে দিতে হবে।' নাম না করেই অনুপ্রবেশ ইস্যুতে আজ তৃণমূল কংগ্রেসকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
'ভোটের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে...' নাম না করেই তৃণমূলকে আক্রমণ মোদীরনরেন্দ্র মোদী
হাইলাইটস
  • যারা ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে
  • পুরো শক্তি দিয়ে তাদের মুখোশ জনতার সামনে খুলে দিতে হবে
  • নাম না করেই অনুপ্রবেশ ইস্যুতে আজ তৃণমূল কংগ্রেসকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

'এমন রাজনৈতিক দল রয়েছে, যারা ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে। আড়াল করছে। পুরো শক্তি দিয়ে তাদের মুখোশ জনতার সামনে খুলে দিতে হবে।' নাম না করেই অনুপ্রবেশ ইস্যুতে আজ তৃণমূল কংগ্রেসকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আসলে আজ বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বিহারের জনপ্রিয় নেতা নিতিন নবীন। আর তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েই দল থেকে শুরু করে দেশের নানাবিধ সমস্যা নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। আর বক্তব্যের একদম শেষে এসে তিনি অনুপ্রবেশকারী ইস্যু তোলন। 

তিনি বলেন, 'আজ দেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই সময় দেশের জনগণের জন্য অনুপ্রবেশকারীরা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ায় ধনী দেশ, সামর্থ থাকা দেশেরাও নিজেদের দেশে উপস্থিত অনুপ্রবেশকারীদের নিয়ে তদন্ত চালাচ্ছে। ধরে ধরে তাদের বের করছে। বিশ্ব ওদের প্রশ্ন করে না যে তোমরা তো অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছ, তোমরা তো গণতন্ত্রের পতাকা হাতে নিয়ে ঘোরো, তোমরা তো দুনিয়ার নবাব হয়েছিলে, এখন বের করে দিচ্ছ কেন?'   
অনুপ্রবেশকারীদের শিকার করবে না ভারত
অনুপ্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আরও দাবি, 'পৃথিবীর কোনও দেশই নিজেদের দেশে অনুপ্রবেশকারীদের শিকার করে না। ভারতও অনুপ্রবেশকারীদের আমাদের গরিবদের, আমাদের যুবকদের অধিকার হরণ করতে দেবে না। অনুপ্রবেশকারীরা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকার। ওদের চিনে নিয়ে ওদের দেশে পাঠাতে হবে।' 

পাশাপাশি তিনি এই ইস্যুতে নাম না করে তৃণমূলকেও নিশান করেন। তাঁর মতে, কিছু রাজনৈতিক দল এই অনুপ্রবেশকারীদের পাশে রয়েছে। তাদের মুখোশ খুলে দিতে হবে।

নিজের সাফল্যও তুলে ধরেন 
এ দিনের সভায় বিজেপি সরকারের সাফল্যও তুলে ধরেন মোদী। তিনি জানান, গত ১১ বছরে অনেক কাজ হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ সরানো হয়েছে। তিন তালাকের বিরুদ্ধে আইন বানান হয়েছে।

মাওবাদীরা শেষ...
দেশের মাওবাদী সমস্যা নিয়েও আজ মন্তব্য করেন মোদী। তিনি বলেন, 'আজ দেশে মাওবাদীরা নিজেদের অন্তিম সময়ের অপেক্ষা করছে। আগামিদিনেও সব চ্যালেঞ্জকে সঙ্গে নিজের সামর্থ মতো লড়াই হবে।'

Advertisement

মোদীর মুখে মোদীর মুখে পশ্চিমবঙ্গ
আজকের সভায় পশ্চিমবঙ্গের নামও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তাঁর মতে, পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ হিসেবে সামনে এসেছে বিজেপি।

নিনিতন নবীন নিয়ে কী বার্তা? 
মোদী বলেন, 'নিতিন নবীন আমার বস। আমি তাঁর কর্মী। এখন নিতিন নবীনজি আমাদের সবার সভাপতি। তাঁর দায়িত্ব শুধু বিজেপিকে চালিয়ে যাওয়া নয়, বরং এনডিএ-এর অন্যান্য শরিকদের সঙ্গে সমন্বয় রাখা।'

 

POST A COMMENT
Advertisement