Sonia Gandhi: ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার লিস্টে সনিয়া গান্ধীর নাম, বিরাট অভিযোগ BJP-র

সফদরজং রোডের ১৪৫ নম্বর ভোটকেন্দ্রের ভোটার তালিকায় ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সনিয়া গান্ধী এবং মানেকা গান্ধীর নাম ছিল। মালব্য দাবি করেছেন যে সেই সময়ও সনিয়ার ইতালিয় নাগরিকত্ব ছিল।

Advertisement
ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার লিস্টে সনিয়া গান্ধীর নাম, বিরাট অভিযোগ BJP-রভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার লিস্টে সনিয়া গান্ধীর নাম, বিরাট অভিযোগ BJP-র
হাইলাইটস
  • অনুরাগ ঠাকুর দাবি করেছেন যে ইতালিতে জন্ম নেওয়া সনিয়া গান্ধীর নাম ১৯৮০ সালে ভোটার তালিকায় ওঠে
  • অর্থাৎ তিনি ভারতীয় নাগরিক হওয়ার তিন বছর আগে

২০২৪ সালের লোকসভা নির্বাচনে জালিয়াতির করেছে বিজেপি, এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের দাবির পাল্টা জবাবে বড় অভিযোগ সামনে আনল বিজেপি। তারা অভিযোগ করেছে যে ভারতীয় নাগরিক হওয়ার আগেই ভারতের ভোটার তালিকায় নাম ওঠে কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধীর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর দাবি করেছেন যে ইতালিতে জন্ম নেওয়া সনিয়া গান্ধীর নাম ১৯৮০ সালে ভোটার তালিকায় ওঠে। অর্থাৎ তিনি ভারতীয় নাগরিক হওয়ার তিন বছর আগে।

অনুরাগের এই অভিযোগ নিয়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ১৯৮০ সালের নয়াদিল্লি নির্বাচনী এলাকার ভোটার তালিকার একটি ফটোকপি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে।

সফদরজং রোডের ১৪৫ নম্বর ভোটকেন্দ্রের ভোটার তালিকায় ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সনিয়া গান্ধী এবং মানেকা গান্ধীর নাম ছিল। মালব্য দাবি করেছেন যে সেই সময়ও সনিয়ার ইতালিয় নাগরিকত্ব ছিল। তিনি লেখেন, 'ভারতের ভোটার তালিকার সঙ্গে সনিয়া গান্ধীর যোগাযোগ নির্বাচনী আইনের স্পষ্ট লঙ্ঘনে পরিপূর্ণ। এটি সম্ভবত রাহুল গান্ধীর অযোগ্য এবং অবৈধ ভোটারদের নিয়মিত করার প্রতি আগ্রহ এবং SIR-এর বিরোধিতা ব্যাখ্যা করছে।'

POST A COMMENT
Advertisement