Revanth Reddy: তেলঙ্গানায় কংগ্রেসের নয়া মুখ্যমন্ত্রীর শপথ আজ, অনুষ্ঠানে তৃণমূলও

Telangana New Chief Minister: তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট। বৃহস্পতিবার হায়দরাবাদে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ রেড্ডির। দক্ষিণের এই ছোট্ট রাজ্যে দলের অভাবনীয় সাফল্যের পর রেড্ডির শপথগ্রহণের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সোনিয়া, রাহুল গান্ধীরা।

Advertisement
তেলঙ্গানায় কংগ্রেসের নয়া মুখ্যমন্ত্রীর শপথ আজ, অনুষ্ঠানে তৃণমূলওতেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে সোনিয়া গান্ধী।
হাইলাইটস
  • তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট।
  • বৃহস্পতিবার হায়দরাবাদে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ রেড্ডির।
  • দক্ষিণের এই ছোট্ট রাজ্যে দলের অভাবনীয় সাফল্যের পর রেড্ডির শপথগ্রহণের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সোনিয়া, রাহুল গান্ধীরা।

Telangana New Chief Minister: তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট। বৃহস্পতিবার হায়দরাবাদে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ রেড্ডির। দক্ষিণের এই ছোট্ট রাজ্যে দলের অভাবনীয় সাফল্যের পর রেড্ডির শপথগ্রহণের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সোনিয়া, রাহুল গান্ধীরা। থাকছেন বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র নেতারাও। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এক মাত্র তেলঙ্গানাতেই জয়ের স্বাদ পেয়েছে শতাব্দী প্রাচীন দল। এই জয়ের নেপথ্য কারিগর হিসাবে উঠে এসেছে রেড্ডির নাম। শেষে রেড্ডিকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হচ্ছে।

বৃহস্পতিবার রেড্ডি ছাড়াও উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন ভাট্টি বিক্রমার্ক মাল্লু। এছাড়াও শপথগ্রহণ করবেন আরও ১১ জন মন্ত্রী। তেলঙ্গানায় নবনির্মিত কংগ্রেস সরকারের এ হেন শপথগ্রহণ অনুষ্ঠানে সোনিয়া, রাহুল ছাড়াও যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দুপুর ১টা ৪ মিনিটে হায়দরাবাদের লাল বাহাদুর স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তেলঙ্গানায় ১১৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার মধ্যে ৬৪টি আসন দখল করেছে কংগ্রেস। দেশের এই ছোট রাজ্যে ক্ষমতা দখলের নেপথ্যে রেড্ডির বড় ভূমিকা রয়েছে বলে করছেন সে দলেরই একাংশ। তেলঙ্গানা নির্বাচনে কংগ্রেসের মুখ ছিলেন রেড্ডিই।

গান্ধী পরিবারের সদস্যরা ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও। যোগ দেওয়ার কখা বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র  নেতা এম কে স্ট্যালিন, ওমর আবদুল্লা, ডি রাজা, ডেরেক ও'ব্রায়েনদের। যা উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর 'ইন্ডিয়া'য় রাহুলদের দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। শুধু তাই নয়, গত ৬ ডিসেম্বর আচমকা জোট শরিকদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকেছিল কংগ্রেস। কিন্তু হঠাৎ করে বৈঠক ডাকার কারণে যোগ না-দেওয়ার কথা জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েক জন নেতা। এর পরেই সেই বৈঠক স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে বিরোধী জোটের রসায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছিল রাজনীতির অলিন্দে। এই আবহে তেলঙ্গানায় নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে 'ইন্ডিয়া'র নেতাদের যোগদান তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

অন্য দিকে, নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে হায়দরাবাদে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালবাহাদুর স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

POST A COMMENT
Advertisement