Sourav Ganguly: 'পারবে না...' ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বড় মন্তব্য সৌরভের

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আপাতত স্থগিত করা হয়েছে আইপিএল। ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের নিয়ে চিন্তিত বিসিসিআই। আর তা নিয়েই এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। IPL স্থগিত করায় BCCI-এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ। দেশের বর্তমান পরিস্থিতিতে BCCI-এর সিদ্ধান্তটা যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি। তবে তিনি আশা করছেন, BCCI শীঘ্রই IPL শুরু করে সেটাকে সফলভাবে শেষ করতে পারবে।

Advertisement
'পারবে না...' ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বড় মন্তব্য সৌরভেরভারত-পাকিস্তান যুদ্ধ, সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আপাতত স্থগিত করা হয়েছে আইপিএল। ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের নিয়ে চিন্তিত বিসিসিআই। আর তা নিয়েই এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। IPL স্থগিত করায় BCCI-এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ। দেশের বর্তমান পরিস্থিতিতে BCCI-এর সিদ্ধান্তটা যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি। তবে তিনি আশা করছেন, BCCI শীঘ্রই IPL শুরু করে সেটাকে সফলভাবে শেষ করতে পারবে।

পাকিস্তানের সঙ্গে চলতে থাকা অবস্থা নিয়েও মুখ খুলেছেন বাংলার ক্রিকেট আইকন। সৌরভ মনে করেন, এই পরিস্থিতি বেশিদিন চলবে না। এমন যুদ্ধে সুবিধে করতে পারবে না পাকিস্তান। সৌরভ বলেন, 'পাকিস্তানের পক্ষে লম্বা সময় ধরে এই চাপ সহ্য করা সম্ভব নয়।'  পাশাপাশি বিসিসিআই আইপিএল ঠিকভাবেই শেষ করতে পারবে বলে মনে করেন সৌরভ।

সৌরভ এ কথা বলার পরেই, স্থানীয় সংবাদ চ্যানেল জিও টিভিকে দেওয়া সাক্ষাতকারে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার বলেছেন, 'ভারত যদি আগ্রাসন না দেখায় এবং আক্রমণ করে, তাহলে আমরাও উত্তেজনা কমাতে চাই। পাকিস্তান সবসময় শান্তি চেয়েছে এবং যদি ভারত এই সময়ে থামে, তাহলে আমরাও শান্তির কথা বিবেচনা করব এবং প্রতিশোধ নেব নাবা কিছু করব না। আমরা সত্যিই শান্তি চাই, কারণ আমাদের লক্ষ্য ধ্বংস এবং অর্থের অপচয় নয়।' অর্থাৎ ভারতের আক্রমণে দিশেহারা পাকিস্তান এবার পরিত্রাণ চাইছে। 

 

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বলেন, 'দেশে এখন যুদ্ধকালীন পরিস্থিত এবং BCCI-কে এটাই করতেই হতো কারণ IPL এ অনেক ভারতীয় ও বিদেশি প্লেয়ার রয়েছেন। আশা করি IPL দ্রুত শুরু হবে, কারণ IPL এখন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ধরমশালা, চণ্ডীগড়,দিল্লি, রাজস্থান, জয়পুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় বোর্ডের এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া রাস্তা ছিল না।’

ধরমশালা, চণ্ডীগড়,দিল্লি, রাজস্থান, জয়পুর এই শহরগুলোতে IPL আয়োজন ঝুঁকির। এই ভেন্যুগুলো পাকিস্তান বর্ডারের কাছাকাছি। সৌরভ বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ম্যাচগুলো খেলা হবে।' IPL স্থগিত করায় BCCI-এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক ও BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের বর্তমান পরিস্থিতিতে BCCI-এর সিদ্ধান্তটা যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি। তবে তিনি আশা করছেন, BCCI শীঘ্রই IPL শুরু করে সেটাকে সফলভাবে শেষ করতে পারবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement