ফোন এবং ইমেল হ্যাকের চেষ্টা করা হচ্ছে। অ্যাপেল থেকে এমনই অ্যালার্ট এসেছে। বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, শিবসেনা (ইউবিটি) নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং কংগ্রেস নেতা পবন খেরা এবং শশী থারুর সহ বেশ কয়েকজন বিরোধী নেতা। তাঁদের দাবি, 'কেন্দ্রীয় সরকারের মদতপুষ্ট' হ্যাকাররাই সম্ভবত বিরোধী সাংসদদের আইফোন টার্গেট করছে।
এক টুইটে, মহুয়া মৈত্র অভিযোগ তুলেছেন, কংগ্রেস নেতা পবন খেরা এবং শশী থারুর, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টি (আপ) নেতা রাঘব চাড্ডা, সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ বিরোধী INDIA জোটের অন্যান্য নেতাদের কাছে এই অ্যালার্ট মেল এসেছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসেও অ্যাপেল থেকে সতর্কবার্তা এসেছে।
বিরোধী নেতাদের অভিযোগ, সরকারই তাঁদের ফোন হ্যাক করার চেষ্টা করছে। সোমবার গভীর রাতে বা মঙ্গলবার সকালে তাঁদের ফোন এবং ইমেলে আসা মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন তাঁরা।
এক টুইটে, মহুয়া মৈত্র অ্যাপলের অ্যালার্ট মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন।
মহুয়া মৈত্র টুইট করেছেন, 'অ্যাপলের কাছ থেকে টেক্সট এবং ইমেলে আমাকে সতর্ক করে বলা হয়েছে যে, সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। @HMOIndia- নিজেদের কিছু কাজ কর্মে মন দিন। priyankac19, আমি এবং আরও ৩ জন এখনও পর্যন্ত এই মেসেজ পেয়েছেন।'
অন্যদিকে, একটি টুইটে প্রিয়াঙ্কা চতুর্বেদীও জানিয়েছেন যে, তিনি এই একই মেসেজ পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টির তদন্ত করবে কিনা তা জিজ্ঞাসা করেছেন।
কংগ্রেস নেতা পবন খেরা এবং শশী থারুরও টুইট করেছেন। তাঁরাও জানিয়েছেন যে অ্যাপল থেকে সতর্ক বার্তা পেয়েছেন।
threat-notifications@apple.com নামের ইমেল আইডি থেকে এই মেল এসেছে। শশীর থারুর টুইটে জানিয়েছেন, 'আমি এই মেল অ্যাড্রেসের সত্যতা যাচাই করেছি।'
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও জানিয়েছেন যে তিনি গতরাতে অ্যাপলের একটি খ্রেট নোটিফিকেশন পেয়েছেন।
অখিলেশ যাদবও অ্যাপলের হুমকির নোটিফিকেশন পেয়েছেন বলে জানিয়েছেন।
AAP সাংসদ রাঘব চাড্ডা জানিয়েছেন, 'এই নোটিফিকেশন পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিচ্ছে। সেই সময়ে বিজেপির সমালোচনাকারী অনেকের ফোনে আড়ি পাতা হয়েছিল।'
বিজেপির প্রতিক্রিয়া
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই মেসেজের সত্যতা পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি খোলসা করার জন্য অ্যাপেলের বিবৃতির জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি।