Earthquake in Delhi Ncr: দিল্লি-NCR এলাকায় ফের তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর ভারতের একাধিক অঞ্চল

শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে দিল্লি-এনসিআরে। ভূমিকম্পের কারণে দীর্ঘক্ষণ পৃথিবী কাঁপতে থাকে। ভূমিকম্পের তীব্রতা ও কেন্দ্র সম্পর্কে এখনও তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।

Advertisement
দিল্লি-NCR এলাকায় ফের তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর ভারতের একাধিক অঞ্চল


শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে দিল্লি-এনসিআরে। ভূমিকম্পের কারণে দীর্ঘক্ষণ পৃথিবী কাঁপতে থাকে। ভূমিকম্পের তীব্রতা ও কেন্দ্র সম্পর্কে এখনও তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।

রবিবার দিল্লির পাশাপাশি নয়ডা ও গাজিয়াবাদও কেঁপে ওঠে। অন্যদিকে হরিয়ানার অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। এর আগে ৩ অক্টোবর রাজধানী দিল্লি ও এনসিআরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। 

 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, দিল্লি-এনসিআরে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১। বিকেল ৪.০৮ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল হরিয়ানার ফরিদাবাদ বলে জানা গেছে। রবিবার ছুটির দিন হওয়ায় মানুষ ঘরে থাকলেও মাটি কেঁপে উঠলেই বাইরে ছুটে আসেন সকলে।

POST A COMMENT
Advertisement