সুকান্ত মজুমদার ২০২৬ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে BJP-র জয় নিয়ে সম্পূর্ণরূপে আশাবাদী দলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার অ্যাজেন্ডা আজতক অনুষ্ঠানে এসে এদিন বাঙালি অস্মিতা নিয়ে বাংলার রাজনৈতিক সমীকরণও বোঝালেন তিনি।
সুকান্ত মজুমদারকে এদিন অ্যাজেন্ডা আজতকে প্রশ্ন করা হয়, 'তৃণমূলের তরফ থেকে একটি ইস্যু নিয়ে BJP-কে বারবার নিশানা করা হচ্ছে, তা হল বাঙালি অস্মিতা। সংসদের অন্দরে তৃণমূলের সাংসদরা বন্দে মাতরম থেকে শুরু করে SIR ইস্যুতে বাংলায় ভাষণ দেন। বহিরাগত বনাম বাঙালি বিতর্ক তৈরি হচ্ছে। কতটা সমস্যায় পড়তে পারে BJP?' সুকান্তর জবাব, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আমরা তো চাই সকলে বাংলায় ভাষণ দিক। সাকেত গোখলে, ইউসূফ পাঠান বাংলায় ভাষণ দিক। কবিতা আবৃত্তি করুক রবীন্দ্রনাথ ঠাকুরের।'
সুকান্তর আরও সংযোজন, 'বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তৈরি করে ২০২১ সালে বাঙালি অস্মিতা নিয়ে বোটে জিতে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ধূর্ত রাজনীতিবিদ। কিন্তু টিকিট দিচ্ছেন যাদের তার তো বহিরাগত। আমাদের থেকে বেশি বাঙালি এখানে কোথায়? আমাদের গুজরাতের পার্টি অফিসেও বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দেখতে পাবেন। ছোটবেলা থেকে বাংলা আবৃত্তি করে আসছি। সাকেত গোখলেও করুন না।' মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলায় BJP চালায় বহিরাগতরা। সুকান্ত বলেন, 'বাংলায় পার্টি আমরাই চালাই। মমতার এই বাঙালি অস্মিতা দেখানোর জন্য। নিজের জীবনে সে ঝলক নেই। আমার ছোট মেয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়ে। বড় মেয়ের প্রাইমারি স্কুলও বাংলা মিডিয়াম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোন সদস্য বাংলা মিডিয়ামে পড়েছেন?'
বাঙালি অস্মিতার চ্যালেঞ্জ সামাল দেওয়া কি আঞ্চলিক স্তরে BJP-র পক্ষে সমস্যা হয়ে দাঁঢ়াচত্ছে? এ প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, 'কেন ৭০ থেকে ৮০ লক্ষ মানুষকে বাংলার বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে? টাটাকে কেন ঝাঁটা মেরে বের করেন উনি? কোনও শিল্প আসতে পারছে না। কোন বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে?'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে যে বিতর্ক চলছে তা নিয়ে সুকান্ত বলেন, 'ইস্যু তৈরি করার আগে দেখা উচিত বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিতে BJP অনুষ্ঠান করেছিল, সম্মান জানিয়েছিল। তৃণমূল কোথায় ছিল? ক'টা পার্টি অফিসে, ক'টা সরকারি দফতরে বঙ্কিমচন্দ্রের ছবি দেখা যায়? বাঙালি অস্মিতা আসলে স্বার্থের জন্য ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'