Sunetra Pawar: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা, PM মোদী বললেন,'অজিতদাদার স্বপ্নপূরণ করবেন'

মহারাষ্ট্রের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হল শনিবার। মুম্বইয়ের লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার। তিনি প্রাক্তন এনসিপি নেতা তথা প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী। এই প্রথম কোনও মহিলা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।

Advertisement
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা, PM মোদী বললেন,'অজিতদাদার স্বপ্নপূরণ করবেন'সুনেত্রা পাওয়ারকে শুভেচ্ছা মোদীর।-ফাইল ছবি
হাইলাইটস
  • মহারাষ্ট্রের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হল শনিবার।
  • মুম্বইয়ের লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার।

মহারাষ্ট্রের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হল শনিবার। মুম্বইয়ের লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার। তিনি প্রাক্তন এনসিপি নেতা তথা প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী। এই প্রথম কোনও মহিলা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।

রাজ্যপাল আচার্য দেবব্রত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে সুনেত্রা পাওয়ারকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় সভাস্থল জুড়ে ওঠে আবেগঘন স্লোগান, 'অজিত দাদা আমার রহে'। শত শত দলীয় কর্মী ও নেতা তাঁদের প্রয়াত নেতাকে স্মরণ করে আবেগে ভাসেন।

উল্লেখ্য, বুধবার বারামতীর কাছে এক বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারান অজিত পাওয়ার। তাঁর প্রয়াণের পর ক্ষমতাসীন মহাযুতি জোটের শরিক এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী সর্বসম্মতিক্রমে সুনেত্রা পাওয়ারকে তাদের বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচন করে। সেই সিদ্ধান্তের একদিনের মধ্যেই তিনি উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন।

উপ-মুখ্যমন্ত্রীর পাশাপাশি সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্র সরকারের আবগারি ও ক্রীড়া দফতরের দায়িত্বও সামলাবেন। কয়েক ঘণ্টা পরে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক মহলের মতে, শোকের আবহের মধ্যেও এই শপথগ্রহণ রাজ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

 

POST A COMMENT
Advertisement