Mohammed Shami Hasin Jahan: 'মাসে ৪ লাখ খোরপোশ যথেষ্ট নয়?' হাসিনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের, ফের নোটিশ শামিকে

ফের মহম্মদ শামির বিরুদ্ধে মামসা হাসিন জাহানের। এবার আরও খোরপোশ দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ক্রিকেটার পত্নী। তাঁর দাবি, শামি শত কোটি টাকার সম্পত্তির মালিক তাই তাঁর আরও খরপোশ চাই। শুনানিতে কী বললেন সুপ্রিম কোর্ট?

Advertisement
'মাসে ৪ লাখ খোরপোশ যথেষ্ট নয়?' হাসিনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের, ফের নোটিশ শামিকেমহম্মদ শামি, হাসিন জাহান
হাইলাইটস
  • মহম্মদ শামির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হাসিন জাহান
  • আরও খোরপোশের দাবি ক্রিকেটার পত্নীর
  • ৪ লক্ষ টাকা অনেকটা নয়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলার প্রেক্ষিতে এবার ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। এইসঙ্গে নোটিশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকেও। স্বামীর থেকে আরও বেশি মাসিক খোরপোশের দাবি করেছেন হাসিন। তাঁর ও কন্যার দেখভালের জন্য বাড়তি অর্থের প্রয়োজন বলে দাবি করেছেন হাসিন। 

শামি এবং হাসিনের মধ্যে বিচ্ছেদের মামলায় কলকাতা হাইকোর্ট খোরপোশ বাবদ প্রতি মাসে স্ত্রীকে দেড় লক্ষ টাকা এবং কন্যার দেখভালের জন্য আড়াই লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন ক্রিকেটারকে। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাসিন জাহানের যুক্তি, এই অর্থ পর্যাপ্ত নয়। মহম্মদ শামির আর্থিক অবস্থা বিচার, লাইফস্টাইল বিচার করে তিনি আরও খরপোশের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টে। 

সেই মামলার শুনানিতে শুক্রবার দেশের শীর্ষ আদালত প্রশ্ন করে, 'প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যাপ্ত নয়?' যদিও সুপ্রিম কোর্টের বেঞ্চ এই মামলার প্রেক্ষিতে মহম্মদ শামি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে। ৪ সপ্তাহের মধ্যে দুই পক্ষকেই জবাবদিহি করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। 

হাসিন জাহানের আইনজীবী জানিয়েছেন, মহম্মদ শামি একজন আন্তর্জাতিক ক্রিকেটার এবং যথেষ্ট অর্থ উপার্জন করেন। তাঁর সম্পত্তির পরিমাণও অনেক। আইনজীবী বলেন, 'আমার মক্কেলের স্বামী অনেক টাকা রোজগার করেন। ওঁর হলফনামা খতিয়ে দেখা হোক। শত কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। গাড়ি রয়েছে, ঘনঘন বিদেশ ভ্রমণ করেন। সর্বোপরি উনি বিলাসবহুল জীবনযাপন করেন।' মামলাকারী হাসিন আরও জানান, দীর্ঘ কয়েক মাস ধরে মহম্মদ শামি খোরপোশের টাকা দিচ্ছেন না। কলকাতা হাইকোর্ট এবং ফ্যামিলি কোর্টের নির্দেশ লঙ্ঘিত হচ্ছে। হাসিন জানিয়েছেন, স্বামীর রোজগারে তাঁর কোনও সরাসরি দাবি না থাকলেও কন্যাসন্তানের সম্পূর্ণ অধিকার রয়েছে। বাবার মতোই বিলাসবহুল জীবনযাপন করার অধিকার রয়েছে তাঁদের সন্তানের, দাবি হাসিনের। এখানেই শেষ নয়, হাসিন বলেন, 'আমাদের মেয়ের অধিকার রয়েছে ওর বাবার বন্ধুদের সন্তানদের সঙ্গে মেলামেশা করার। ওদের সঙ্গে সমগোত্রীয় স্কুলে পড়াশোনা করার এবং সম্মানের সঙ্গে বাঁচার।'

Advertisement

২০১৮ সালে গার্হস্থ্য হিংসা, পণ চাওয়ার অভিযোগ ওঠার পর থেকে মহম্মদ শামি এবং হাসিন জাহানের মধ্যে এই আইনি লড়াই চলছে। 

 

POST A COMMENT
Advertisement