BR Gavaiসুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন বি আর গভই। তাঁর নাম আইন মন্ত্রকের কাছে সুপারিশ করলেন বর্তমান প্রধান সঞ্জীব খান্না। আগামী ১৩ মে মেয়াদ শেষ হবে সঞ্জীব খান্নার। পরের দিন সেই পদে যিনি বসবেন তিনি শপথ নেবেন। আইন মন্ত্রক যদি সুপারিশ মেনে নেয় তাহলে ১৪ তারিখই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন বি আর গভই।
প্রসঙ্গত, কদিন আগেই পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করার জন্য সঞ্জীব খান্নাকে অনুরোধ করেছিল আইন মন্ত্রক। নিয়ম অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরাধিকার হিসাবে সুপ্রিম কোর্টের বয়োঃজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। সেই অনুযায়ী আগেই কেন্দ্রের তরফে বিচারপতি খন্নার কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করা হয়েছিল।
বি আই গভইয়ের নামে যদি কেন্দ্রীয় সরকার সম্মতি দেয় তাহলে তিনি দেশের ৫২ তম বিচারপতি হিসেবে শপথ নেবেন। যদিও এই পদে থাকবেন মাত্র ৬ মাস। ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে। তারপর ফের অন্য একজনকে বিচারপতি পদে বসানো হবে।
২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন বিচারপতি বি আই গভই। ১৯৬০ সালে মহারাষ্ট্রের অমরাবতীতে তাঁর জন্ম। বিখ্যাত সমাজসেবী তথা প্রাক্তন রাজ্যপাল আর এস গবই-এর ছেলে তিনি। তিনি কেরল ও বিহারের রাজ্যপালও ছিলেন।
বম্বে হাইকোর্টের অ্যাডিশনার জাজ হিসেবে ২০০৩ সালে কাজ শুরু করেছিলেন গবই। ২০০৫ সালে স্থায়ী বিচারক হন তিনি। মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ ও পাঞ্জির বেঞ্চে কাজ করেছেন তিনি। দেশের দ্বিতীয় তপশিলি জাতির মানুষ হিসেবে প্রধান বিচারপতি হতে চলেছেন তিনি। এর আগে কে জি বালাকৃষ্ণণ একই পদ সামলেছেন।