Supreme Court on Hindu Succession Act: বিয়ের পর হিন্দু মেয়েদের গোত্র বদলে যায়, সম্পত্তি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে এক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট জানাল, কোনও হিন্দু মেয়ের বিয়ে হলে তাঁর গোত্রও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। এর ফলে, স্বামীহারা নিঃসন্তান মহিলার মৃত্যুর পর তাঁর সম্পত্তির অধিকারী হবেন স্বামীর পরিবারের সদস্যরা, বাপেরবাড়ির কেউ নয়।

Advertisement
বিয়ের পর হিন্দু মেয়েদের গোত্র বদলে যায়, সম্পত্তি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
হাইলাইটস
  • হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে এক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট জানাল, কোনও হিন্দু মেয়ের বিয়ে হলে তাঁর গোত্রও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়।
  • এর ফলে, স্বামীহারা নিঃসন্তান মহিলার মৃত্যুর পর তাঁর সম্পত্তির অধিকারী হবেন স্বামীর পরিবারের সদস্যরা, বাপেরবাড়ির কেউ নয়।

হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে এক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট জানাল, কোনও হিন্দু মেয়ের বিয়ে হলে তাঁর গোত্রও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। এর ফলে, স্বামীহারা নিঃসন্তান মহিলার মৃত্যুর পর তাঁর সম্পত্তির অধিকারী হবেন স্বামীর পরিবারের সদস্যরা, বাপেরবাড়ির কেউ নয়।

বিচারপতি বিভি নাগরত্ন ও আর মাধবনের বেঞ্চ এই রায় দেন। বিচারপতি নাগরত্ন বলেন, হিন্দু সমাজে প্রচলিত কন্যাদান প্রথার সময়েই মেয়ের দায়িত্ব এবং গোত্র স্বামীর হাতে সমর্পিত হয়। ফলে বিয়ের পর মেয়ের গোত্রও বদলে যায়। আদালতের মন্তব্য, সমাজে হাজার হাজার বছর ধরে চলে আসা প্রথাকে ভাঙার কোনও ইচ্ছা শীর্ষ আদালতের নেই।

উল্লেখ্য, এই রায়ের পেছনে একাধিক সম্পত্তি সংক্রান্ত মামলা প্রভাব ফেলেছে। যেমন, কোভিডকালে এক অল্পবয়সি দম্পতির মৃত্যু হলে, তাদের সম্পত্তি নিয়ে ছেলের এবং মেয়ের মায়ের মধ্যে বিরোধ হয়। আরেক ঘটনায়, নিঃসন্তান দম্পতির মৃত্যুর পর, স্বামীর বোন সম্পত্তির দাবিদার হন। আইনজীবীরা যুক্তি দেন, এটি জনস্বার্থের বিষয়, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, বর্তমান আইনে মেয়ের উইল না থাকলে তাঁর সম্পত্তি স্বামীর পরিবারের হাতে যায়, বাপেরবাড়ির নয়। বিচারপতি নাগরত্ন আরও স্পষ্ট করে বলেন, বিয়ের পর কোনও মেয়ে ভাই বা দাদার কাছ থেকে খোরপোষ দাবি করতে পারেন না। বিশেষত দক্ষিণ ভারতে, বিয়ের সময়েই মেয়ের গোত্র পরিবর্তন করার প্রথা দীর্ঘদিন ধরে চালু রয়েছে।

 

POST A COMMENT
Advertisement