Domicile Based Reservation: ডাক্তারির PG কোর্সে আর নয় ডোমিসাইল সংরক্ষণ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

চণ্ডীগড়ের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারির পিজি কোর্সে ভর্তি সংক্রান্ত একটি মামলায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডোমিসাইলের ভিত্তিতে সংরক্ষণকে অবৈধ ঘোষণা করেছিল। ২০১৯ সালে এই রায় দিয়েছিল হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল।

Advertisement
ডাক্তারির PG কোর্সে আর নয় ডোমিসাইল সংরক্ষণ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টেরডাক্তারির PG কোর্সে আর নয় ডোমিসাইল সংরক্ষণ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
হাইলাইটস
  • ইতিমধ্যেই ডোমিসাইল সংরক্ষণের অধীনে যারা পিজি কোর্সে ভর্তি হয়েছেন, এই রায়ে তাঁদের কোনও সমস্যা হবে না
  • নতুন করে কোনও সংরক্ষণ দেওয়া যাবে না ডোমিসাইলের ভিত্তিতে

ডাক্তারির পিজি কোর্সে ভর্তির ক্ষেত্রে ডোমিসাইল ভিত্তিক আসন সংরক্ষণ (Domicile Based Reservation) বাতিল করল সুপ্রিম কোর্ট। এই সংরক্ষণ দেওয়াকে অসংবিধানিক ও সমতার অধিকারের লঙ্ঘন বলেও পর্যবেক্ষণ করেছে শীর্ষ আদালত। ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণ সংবিধানের ১৪ অনুচ্ছেদের স্পষ্টভাবে লঙ্ঘন। তিন বিচারপতির বেঞ্চ বলেছে যে পিজি মেডিক্যাল কোর্সে ভর্তি কঠোরভাবে মেধার ওপর ভিত্তি করে হওয়া উচিত। যদিও বেঞ্চ এটা স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই ডোমিসাইল সংরক্ষণের অধীনে যারা পিজি কোর্সে ভর্তি হয়েছেন, এই রায়ে তাঁদের কোনও সমস্যা হবে না। কিন্তু, নতুন করে কোনও সংরক্ষণ দেওয়া যাবে না ডোমিসাইলের ভিত্তিতে। 

শীর্ষ আদালত বলেছে, 'আমরা সকলেই ভারতের ভূখণ্ডের আবাসিক। এখানে প্রাদেশিক বা রাজ্য আবাসিকের মতো কিছুই নেই। ভারতের যে কোনও জায়গায় বাস কররা এবং দেশের যে কোনও জায়গায় বাণিজ্য ও কাজ করার অধিকার রয়েছে। সংবিধানও আমাদের সেই অধিকার দেয়। সারা ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ারও অধিকার রয়েছে।' যদিও, সুপ্রিম কোর্ট বলেছে যে কিছু ক্ষেত্রে এমবিবিএস কোর্সে সংরক্ষণ দেওয়া যেতে পারে, তবে পিজি মেডিক্যাল কোর্সে এটি অনুমোদিত নয়।

চণ্ডীগড়ের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারির পিজি কোর্সে ভর্তি সংক্রান্ত একটি মামলায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডোমিসাইলের ভিত্তিতে সংরক্ষণকে অবৈধ ঘোষণা করেছিল। ২০১৯ সালে এই রায় দিয়েছিল হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। মামলার শুনানিতে শীর্ষ আদালতের বক্তব্য, 'নির্দিষ্ট এলাকায় যারা বসবাস করেন তাঁদের শিক্ষায় সংরক্ষণের সুবিধা কিছু ক্ষেত্রে শুধুমাত্র এমবিবিএস-এ দেওয়া যেতে পারে। কিন্তু পিজি মেডিক্যাল কোর্সে স্পেশালাইসড ডাক্তারদের গুরুত্ব বিবেচনা করে, ডোমিসাইল ভিত্তিতে সংরক্ষণ সংবিধানের অনুচ্ছেদ ১৪-র লঙ্ঘন হবে।

POST A COMMENT
Advertisement