সোনালীর এই বাংলাদেশে 'পুশ ব্যাকে'র বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা।Sonali Bibi Bangladesh: বাংলাদেশে বন্দি সোনালি বিবিকে জামিন জামিন দিল সেদেশের আদালত। অন্যদিকে তার মাত্র কয়েক ঘণ্টা আগেই তাঁর ভারতে ফেরায় সায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার সোনালি সহ ৬ জনকে জামিন দিল চাঁপাই নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। অন্যদিকে এই একই দিনে সোনালীর বাবার আবেদনের শুনানি করল ভারতের সর্বোচ্চ আদালত। তাঁর বাবর অভিযোগ, কোনওরকম যাচাই না করেই ভারত থেকে বলপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সোনালীদের। তিনি বর্তমানে গর্ভবতীও। বর্তমানে সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাংলাদেশের একটি কারাগারে বন্দী। সোনালীর এই বাংলাদেশে 'পুশ ব্যাকে'র বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা।
সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয় হেগড়ে আদালতকে জানান, তরুণী অন্তঃসত্ত্বা। পরিবারের বাকিরাও বাংলাদেশে ‘ডিটেনশন’-এ রয়েছেন। তাঁদের মালদায় ফিরে আসার অনুমতি দেওয়া হোক, এই আবেদনই তুলে ধরেন আদালতে। আদালতে দৃশ্যতই কান্নায় ভেঙে পড়েন সোনালীর বাবা। তাঁর বক্তব্য, 'আমি ভারতীয় নাগরিক। আমার মেয়েও ভারতীয়। অথচ তাঁকে জোর করে দেশছাড়া করা হল!
এরপরই প্রধান বিচারপতি সুর্যকান্ত জানান, মানবিকতার খাতিরে ওই মহিলাকে ভারতে ফেরার অনুমতি দিতে হবে। প্রয়োজনে নজরদারি, হাসপাতালে ভর্তি রাখার পরামর্শও দেন। তবে তাঁকে ভারতে ফিরিয়ে আনাটা জরুরি বলে মন্তব্য আদালতের। সলিসিটার জেনারেলকেও এই বিষয়ে তলব করা হয়েছে। তাঁর উপস্থিতিতেই ফের শুনানি হবে।
ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা SIR শুরু হতেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে বিতর্ক তুঙ্গে। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এহেন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের সোনালীকে ফেরানোর নির্দেশ যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।