Supreme Court : স্ত্রী-র অজান্তে কল রেকর্ড করলেও তা ডিভোর্সের মামলায় গ্রহণযোগ্য, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রী-র অজান্তেই স্বামী যদি কল রেকর্ড করে থাকে তাহলে তা প্রমাণ হিসেবে গণ্য করা হবে। নির্দেশ সুপ্রিম কোর্টের। এর আগে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, স্ত্রীর অজান্তে কল রেকর্ড করা যাবে না।

Advertisement
     স্ত্রী-র অজান্তে কল রেকর্ড করলেও তা ডিভোর্সের মামলায় গ্রহণযোগ্য, বড় নির্দেশ সুপ্রিম কোর্টেরRepresentative Image
হাইলাইটস
  • স্ত্রীর কল যদি স্বামী রেকর্ড করে থাকে তবে তা প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে
  • ডিভোর্স মামলায় রায় সুপ্রিম কোর্টের

বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রী-র অজান্তেই স্বামী যদি কল রেকর্ড করে থাকে তাহলে তা প্রমাণ হিসেবে গণ্য করা হবে। নির্দেশ সুপ্রিম কোর্টের। এর আগে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, স্ত্রীর অজান্তে কল রেকর্ড করা যাবে না। প্রমাণ হিসেবেও পেশ করা যাবে না। তা করা হলে মৌলিক অধিকার ও গোপনীয়তা লঙ্ঘিত হবে। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।   

বিচারপতি বি ভি নাগপত্না ও সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। বেঞ্চের তরফে জানানো হয়, ভারতীয় সাক্ষ্য আইনের ১২২ ধারায় বলা হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অনুমতি ছাড়া কথোপকথন প্রকাশযোগ্য নয়। ওই ধারা সর্বতোভাবে প্রযোজ্য নয়। ব্যতিক্রমী পরিস্থিতিতে, যেখানে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ থাকে, সেখানে স্বচ্ছ ও ন্যায্য শুনানির স্বার্থে এমন রেকর্ড গ্রাহ্য হতে পারে। 

এক বিচারপতি বলেন, 'এই সাক্ষ্য গৃহীত হলে গোপনীয়তা লঙ্ঘিত হবে এমনটা আমরা মনে করছি না। ধারা ১২২ স্বামী/স্ত্রীর মধ্যে গোপনীয়তা রক্ষা করে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে গোপনীয়তার যে সংজ্ঞা তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।' 

ঘটনার সূত্রপাত পঞ্জাবের বাথিন্ডার একটি পারিবারিক আদালতে। সেখানে একজন স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেন। প্রমাণ হিসেবে স্ত্রী-র কথোপকথনের রেকর্ডিং জমা দেন কোর্টে। তবে সেই ব্যক্তির স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, কল রেকর্ডিং প্রকাশ্য়ে এনে তাঁর ব্যক্তিগত পরিসরে হাত দেওয়া হয়েছে। 

এই মামলায় হাইকোর্ট আবেদনকে স্বীকৃতি দেয়। বিচারপতি জানিয়ে দেন, রেকর্ডিং প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। রেফারেন্স হিসেবে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের একটি রায়কে সামনে আনা হয়। তবে সেই মহিলার স্বামী কোর্টে জানান,দম্পতির মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো সামনে আসে না। সেগুলো সামনে আনতে গেলে তথ্য ও প্রযুক্তির ব্যবহার করতে হবে।      
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement