India Pakistan Tension: জম্মু-কাশ্মীরের সাম্বা এলাকায় ফের সন্দেহভাজন ড্রোন, প্রতিরক্ষার নজরে

India Pakistan Tension: ৮ মে সীমান্তের কাছে ভারত যে সব জায়গায় পাকিস্তানি ড্রোন আটক করেছে, সাম্বা তার মধ্যে অন্যতম। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কয়েকদিন আগে জম্মু, আখনুর, নাগরোটা, অমৃতসর এবং পাঠানকোটেও ড্রোন দেখা গিয়েছে।

Advertisement
জম্মু-কাশ্মীরের সাম্বা এলাকায় ফের সন্দেহভাজন ড্রোন, প্রতিরক্ষার নজরেজম্মু-কাশ্মীরের সাম্বা এলাকায় ফের সন্দেহভাজন ড্রোন, প্রতিরক্ষার নজরে

India Pakistan Tension Drone Spotted At: সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় ফের সন্দেহভাজন ড্রোন দেখা গেছে এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে বলে প্রতিরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটলেও সূত্রেরই খবর, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে সাম্বায় পাকিস্তানি ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে দেখা গেছে। ভারত যখন ড্রোনগুলো আটক করেছে, তখন ভিডিওটিতে লাল দাগ দেখা গিয়েছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

৮ মে সীমান্তের কাছে ভারত যে সব জায়গায় পাকিস্তানি ড্রোন আটক করেছে, সাম্বা তার মধ্যে অন্যতম। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কয়েকদিন আগে জম্মু, আখনুর, নাগরোটা, অমৃতসর এবং পাঠানকোটেও ড্রোন দেখা গিয়েছে।

ভারত অপারেশন সিঁদুর শুরু করার একদিন পর পাকিস্তান সীমান্তের কাছে বেশ কয়েকটি এলাকায় ড্রোন হামলা শুরু করে, ২২ এপ্রিল থেকে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর খোলা ভাষণে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন। পাকিস্তানকে জঙ্গিবাদের সঙ্গ ছাড়তে বলেন। কোনও আলোচনা হলে তা জঙ্গিবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে বলেও জানিয়ে দেন তিনি। পাশাপাশি এটাও জানিয়ে দেন, ভারত আপাতত চুপ করে আছে মানে সব ঠান্ডা হয়ে যায়নি। ওপাশ থেকে উস্কানি এলে ভারত তার জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।


 

POST A COMMENT
Advertisement