Suvendu Adhikari on Mahakubha: বিধানসভার কার্যবিবরণী থেকে 'মৃত্যুকুম্ভ' মন্তব্য বাদ হোক, আর্জি শুভেন্দুর

ফের বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, 'আমরা বারবার বলেছি বিজেপি বিধায়করা কেউই মুসলিমদের ভোটে জিতিনি। আমরা হিন্দুদের ভোটে জিতেছি। জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে। তাই আমরা সনাতনী ও জনজাতিদের কাছে দায়বদ্ধ।'

Advertisement
বিধানসভার কার্যবিবরণী থেকে 'মৃত্যুকুম্ভ' মন্তব্য বাদ হোক, আর্জি শুভেন্দুর

ফের বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, 'আমরা বারবার বলেছি বিজেপি বিধায়করা কেউই মুসলিমদের ভোটে জিতিনি। আমরা হিন্দুদের ভোটে জিতেছি। জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে। তাই আমরা সনাতনী ও জনজাতিদের কাছে দায়বদ্ধ।'

এদিন রাজভবনে বিজেপি বিধায়কদের নিয়ে যান শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের কাছে বিধানসভার কার্যবিবরণী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মৃত্যুকুম্ভ' মন্তব্য বাদ দেওয়ার দাবি জানান তিনি। বিজেপি বিধায়কদের চার দফা দাবি নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী বলেন, 'পরিষ্কার করে বলে দিলাম, বিজেপি বিধায়করা হিন্দু ও জনজাতিদের ভোটে জিতেছেন। মুসলিমদের ভোটে নয়।' পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, আর রাজ্যপাল বলেছেন ওটা মৃত্যুঞ্জয় মহাকুম্ভ। এই আন্দোলন চলবে।'

প্রসঙ্গত, মহাকুম্ভ 'মৃত্যুকুম্ভে' পরিণত হয়েছে, বলে বিধানসভায় যোগী সরকার ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদপিষ্টের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে নানা কটাক্ষে বিঁধেছেন মমতা। তীব্র সমালোচনা করে বিধানসভায় মমতা বলেন, 'মহাকুম্ভ নিয়ে আমি নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমরা মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। গঙ্গা মাকে সম্মান জানাই। কিন্তু পরিকল্পনা ছাড়া... এত মানুষের মৃত্যু। বললেন ৩০ জনের মৃত্যু। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন! কত? হাজার হাজার। আট বার আগুন লেগেছে।  বড়লোকদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিবদের জন্য... লাইনে দাঁড়ান। ১৫-২০ ঘণ্টা দাঁড়িয়ে... একটা মাদুরে বসলেও ২ হাজার টাকা।

POST A COMMENT
Advertisement