বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে জঙ্গি রানাকে, জেরার জন্য তৈরি স্পেশাল টিম

২০০৮ সালের মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী তাহাব্বুর রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে। তাকে নিয়ে স্পাইসজেটের বিশেষ বিমান দিল্লি বিমানবন্দরে নামবে। বিমানে রয়েছেন ভারতীয় গোয়েন্দা ও তদন্তকারী কর্তাদের একটি যৌথ দল।

Advertisement
বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে জঙ্গি রানাকে, জেরার জন্য তৈরি স্পেশাল টিমবিশেষ বিমানে চাপিয়ে জঙ্গি রানানে ভারতে আনা হল, জেরার জন্য তৈরি টিমও
হাইলাইটস
  • ২৬/১১ হামলায় তার ভূমিকার জন্য রানাকে বিচারের মুখোমুখি হতে হবে
  • মুম্বই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন

২০০৮ সালের মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী তাহাব্বুর রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে। তাকে নিয়ে স্পাইসজেটের বিশেষ বিমান দিল্লি বিমানবন্দরে নামবে। বিমানে রয়েছেন ভারতীয় গোয়েন্দা ও তদন্তকারী কর্তাদের একটি যৌথ দল। দিল্লি বিমানবন্দরের পালাম টেকনিক্যাল এলাকায় যেখানে বিমানটি নামবে, সেখানে বুলেটপ্রুফ গাড়ি এবং সশস্ত্র কমান্ডোদের কনভয় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চারটি ইনোভা, দুটি সাফারি, জ্যামার এবং একটি বম্ব স্কোয়াড।

এই কনভয় রানাকে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদর দফতরে নিয়ে যাবে। ইতিমধ্যেই একটি বিশেষ সেল তৈরি করা হয়েছে। সেখানেই রানাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ২৬/১১ হামলায় তার ভূমিকার জন্য রানাকে বিচারের মুখোমুখি হতে হবে। মুম্বই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন।

তাহাব্বুর রানাকে প্রত্যর্পণের বিষয়ে পাকিস্তান থেকে প্রথম বিবৃতি এসেছে। তাহাব্বুর রানা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, তাহাব্বুর রানা গত দুই দশক ধরে তার পাকিস্তানি নথি রিনিউ করেনি, তার কানাডিয়ান নাগরিকত্ব খুবই স্পষ্ট।'

পাকিস্তান নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে কারণ তাহাব্বুর রানা পাকিস্তানি সেনাবাহিনী/আইএসআইয়ের একজন অভ্যন্তরীণ ব্যক্তি, যিনি এখন মুম্বই হামলার ষড়যন্ত্রে পাকিস্তানের সরাসরি ভূমিকা খোলসা করবে। ২৬/১১ এর এই ষড়যন্ত্রকারীকে পরে হেফাজতের জন্য দিল্লির একটি আদালতে হাজির করা হতে পারে। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন, জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

POST A COMMENT
Advertisement