স্কুলের বাসের সিটে কে বসবে তা নিয়ে ঝামেলা। আর সেই বিবাদ প্রাণ কাড়ল এক নাবালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে। ঘটনার পর থেকে স্কুলে শোকের আবহ। আততায়ী ছাত্রকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সারাভান ও কান্দাগুরু। দুই ছাত্রের বয়স ১৪। তারা নবম শ্রেণীর ছাত্র। ঘটনা গত বুধবারের। সেদিন স্কুলবাসের একটি নির্দিষ্ট সিটে কে বসবে তা নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে। একে অপরকে মারধর করতে শুরু করে। ঠিক সেই সময় সারাভান জোরে ধাক্কা দেয় কান্দাগুরুকে। ছিটকে পড়ে ওই ছাত্র। তার মাথায় গুরুতর আঘাত লাগে। সে পড়ে যায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেদিন হাসপাতালে ওই ছাত্রকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। তবে শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে মারা যায় কান্দাগুরু। ঘটনায় সারাভানের নামে থানায় অভিযোগ দায়ের করে মৃত ছাত্রের পরিবার। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, সারাভানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে ঝাড়খণ্ডের রাঁচিতে একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেবার ষষ্ঠ শ্রেণির দুই ছাত্র একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একজন কাঁচি দিয়ে আক্রমণ করে বসে অপরজনকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সেবার। আবার ২০২৪ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্সি কলেজের এক ছাত্র অন্য একদল ছাত্রের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়।