scorecardresearch
 

Tamilnadu Train Accident : ট্রেনের গতিবেগ ছিল ৭৫ কিমি/ঘণ্টা, হঠাৎ লুপ লাইনে ঢুকে পড়ে এক্সপ্রেস; কীভাবে তামিলনাড়ুতে দুর্ঘটনা?

কীভাবে দুর্ঘটনা? রেলের আধিকারিকরা জানিয়েছেন, ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে আসছিল সেই যাত্রীবাহী ট্রেন। সেটি মূল লাইনের পরিবর্তে লুপলাইনে ঢুকে যায়। তখনই দাঁড়িয়ে থাকা পণ্য ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

Advertisement
Train accident Train accident
হাইলাইটস
  • রেলের আধিকারিকরা জানিয়েছেন, ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে আসছিল সেই যাত্রীবাহী ট্রেন
  • সেটি মূল লাইনের পরিবর্তে লুপলাইনে ঢুকে যায়

শুক্রবার সন্ধেয় মাইসুরু- দারভাঙ্গাগামী বাগমতি এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির ধাক্কা লাগে। যার জেরে ট্রেনে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ১৯ জন আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আটকে পড়া যাত্রীদের বাসে করে পোনারিতে নিয়ে যাওয়া হয়। ইএমইউ বিশেষ ট্রেনে চেন্নাই সেন্ট্রালে নিয়ে যাওয়া হয় বাকিদের। তাঁদের দেওয়া হয় খাবারের প্যাকেট এবং জল। 

কীভাবে দুর্ঘটনা? রেলের আধিকারিকরা জানিয়েছেন, ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে আসছিল সেই যাত্রীবাহী ট্রেন। সেটি মূল লাইনের পরিবর্তে লুপলাইনে ঢুকে যায়। তখনই দাঁড়িয়ে থাকা পণ্য ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়। একটি কোচে আগুনও ধরে যায়। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক প্রকাশ করে জানান,উদ্ধারকার্য শুরু হয়েছে। 

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেন নং ১২৫৭৮ মাইসুরু ডিব্রুগড় দরবগাহ এক্সপ্রেসকে এলএইচবি কোচ তিরুভাল্লুর জেলার পোনেরি স্টেশন অতিক্রম করার পর অগ্রসর হওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল। ট্রেনটি কাভারাইপেট্টাই স্টেশনে প্রবেশ করার সময় ক্রুরা ধাক্কা অনুভব করেন। প্রদত্ত সংকেত অনুযায়ী প্রধান লাইনে যাওয়ার পরিবর্তে, ট্রেনটি একটি লুপে চলে যায়। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। 

যদিও দুর্ঘটনার পর ট্রেনের ক্রুরা নিরাপদেই রয়েছেন। পার্সেল ভ্যানে আগুন লাগে। দমকল এসে সেই আগুন নিভিয়ে দেয়। জারি করা হয় হেল্পলাইন নম্বর। 04425354151, 04424354995 নম্বরে কল করে ঘটনা সম্পর্কিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানানো হয় রেলের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা।

Advertisement