MK Stalin-Babies: 'সবাই অবিলম্বে সন্তান নিন', রাজ্যবাসীকে আর্জি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, কেন?

ডিলিমিটেশন হলেই তামিলনাড়ুর MP-দের সংখ্যা কমে যেতে পারে। এর ফলে জাতীয় স্তরে কমবে তামিলনাড়ুর রাজনৈতির প্রভাব। এমনই আশঙ্কা সেরাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। আর সেই কারণেই রাজ্যবাসীকে জনসংখ্যা বাড়ানোর অনুরোধ করলেন তিনি। দম্পতিদের দ্রুত সন্তান নেওয়ার আর্জি জানালেন তিনি। 

Advertisement
'সবাই অবিলম্বে সন্তান নিন', রাজ্যবাসীকে আর্জি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, কেন?'সবাই দ্রুত সন্তান নিন', রাজ্যবাসীকে আর্জি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর।

ডিলিমিটেশন হলেই তামিলনাড়ুর MP-দের সংখ্যা কমে যেতে পারে। এর ফলে জাতীয় স্তরে কমবে তামিলনাড়ুর রাজনৈতির প্রভাব। এমনই আশঙ্কা সেরাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। আর সেই কারণেই রাজ্যবাসীকে জনসংখ্যা বাড়ানোর অনুরোধ করলেন তিনি। দম্পতিদের দ্রুত সন্তান নেওয়ার আর্জি জানালেন তিনি। 

কিন্তু এক সময় যে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা হত? সেকথা মনে করিয়ে স্ট্যালিনের বক্তব্য, 'আগে আমরা বলতাম, সময় নাও, পরে সন্তান নিও। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমাদের এখন এটা এখনই বলতে হবে(সন্তান নিতে)।'

ভারতে আদমশুমারির উপর ভিত্তি করে ডিলিমিটেশন করা হয়। অর্থাৎ কোনও নির্দিষ্ট এলাকায় জনসংখ্যা-পিছু প্রতিনিধির সংখ্যা স্থির করা হয়। ফলে স্বাভাবিকভাবেই কোনও রাজ্যের জনসংখ্যা কমে গেলে, সেখানে প্রতিনিধিদের সংখ্যাও কমবে।

স্ট্যালিন জানান, 'এর আগে পরিবার পরিকল্পনার ভাবনাকে তামিলনাড়ুতে অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত করা হয়েছে। তবে এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে।' 

রাজ্যবাসীকে দ্রুত সন্তান গ্রহণের আর্জি জানিয়ে স্ট্যালিন বলেন, '... তাই এখন আর বলব না যে তোমরা সময় নাও, পরে সন্তান নিও। এখন বলব অপেক্ষা না করে এখনই সন্তান গ্রহণ কর'।

ডিলিমিটেশন নিয়ে আগামী ৫ মার্চ সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন স্ট্যালিন। মুখ্যমন্ত্রী চান, সকলে একজোট হয়ে তামিলনাড়ুর ভবিষ্যৎ বিবেচনা করুক। 

বিরোধী দলগুলিকে মিটিংয়ে উপস্থিত থাকার অনুরোধ করে তিনি বলেন, 'আমি তাঁদের মিটিয়ে আসতে অনুরোধ করছি। দয়া করে অহংকার সরিয়ে রাখুন... এটি তামিলনাড়ুর জন্য় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়'।

স্ট্যালিন জানান, নির্বাচন কমিশনে রেজিস্টার্ড ৪০টি রাজনৈতিক দলকে ডিলিমিটেশনের প্রভাব নিয়ে আলোচনার জন্য বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।   

গত ২৫ ফেব্রুয়ারি তামিলনাড়ুর মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরেই স্ট্যালিন জোর দিয়ে বলেছিলেন যে, পরিবার পরিকল্পনা নীতির সফল বাস্তবায়নের ফলেই তামিলনাড়ু এখন সমস্যায় পড়েছে। তাঁর ব্যাখা, 'আদমশুমারির ভিত্তিতে যদি ডিলিমিটেশন করা হয়, তাহলে তামিলনাড়ুতে ৮ জন সাংসদ কমে যাবে। এর ফলে সংসদে তামিলনাড়ুর প্রতিনিধিত্বও কমে যাবে'।

Advertisement

POST A COMMENT
Advertisement