টাটা এরনাকুলাম এক্সপ্রেসে ট্রেনে আগুনআবারও চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে চলন্ত টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন লাগে বলে খবর। আগুন ধরে যায় ট্রেনের ২টি কোচে। ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনকাপল্লী জেলায়। রাত ১টা নাগাদ ইলামানচিলি রেল স্টেশনে ঢুকতেই লোকো পাইলট আগুনের শিখা দেখতে পান। কোনওরকম ঝুঁকি না নিয়ে তিনি ট্রেন থামিয়ে দেন। ততক্ষণে ট্রেন দাউদাউ করে জ্বলতে শুরু করছে। বি১ এসি কোচে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এম১ এসি কোচ এবং সংলগ্ন বি২ কোচেও। ৩টি কামরাই সম্পূর্ণ ঝলসে যায়। আগুন দেখে চেন টানতে শুরু করেছিলেন যাত্রীরা। ততক্ষণে লোকো পাইলটও ট্রেন থামিয়ে দিয়েছেন। আতঙ্কে চিৎকার, হুড়োহুড়ি শুরু করে দেন সকলেই। তবে নিরাপদে এক এক করে ট্রেনের কামরাগুলো খালি করা হয়। একটি কামরায় ৮২ জন ও অন্য কামরায় ৭৬ জন যাত্রী ছিলেন। এক এক করে নামানো হয় যাত্রীদের। তবে দাউদাউ করে জ্বলতে থাকা কামরা থেকে প্রাণ হাতে করে নামার সময়ে এক যাত্রীর গায়ে আগুন ধরে যায়। কোনওমতেই তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঝলসে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম চন্দ্রশেখর সুন্দরম। যে বি১ কোচে প্রথম আগুন ধরে গিয়েছিল, সেখানেই ছিলেন তিনি।
টাটানগর থেকে এরনাকুলামের দিকে যাচ্ছিল ট্রেনটি। মাঝপথে অন্ধ্রপ্রদেশে ঘটে এই বিপত্তি। যদিও ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এক জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাকি সকলে নিরাপদ রয়েছেন। কী কারণে এই আগুন লাগল, তা নিয়ে একটি তদন্তের নির্দেশও দেখা হয়েছে রেলের তরফে।