
ভারতে H125 হেলিকপ্টার বানাবে TATA। সেই কারণে দেশে প্রথম প্রাইভেট অ্যাসেম্বলি প্ল্যান্ট (হেলিকপ্টার তৈরির কারখানা) তৈরি করতে চলেছে এয়ারবাস হেলিকপ্টার এবং টাটা অ্যাডভান্স সিস্টেম। এই প্ল্যানটি কর্ণাটকের ভিমেগালে তৈরি করা হবে। এখানে তৈরি হবে মেড ইন ইন্ডিয়া H125 বিমান।
যতদূর খবর, এই কারখানা থেকে প্রথম হেলিকপ্টারটি বেরবে ২০২৭ সালে। আর এখানে শুধু ভারতের জন্য হেলিকপ্টার তৈরি হবে না। বরং দক্ষিণ এশিয়ার নানা দেশেও সেই সব হেলিকপ্টার রপ্তানি করা হবে। আর এই সিস্টেমের মাধ্যমে ভারতের এয়ার ট্রাভেল এবং সুরক্ষার ক্ষমতা কয়েকগুণ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সেরার সেরা H125 বিমান
গোটা পৃথিবীতে প্রসিদ্ধ H125 হেলিকপ্টারটি। সিঙ্গল ইঞ্জিন হেলিকপ্টার হিসাবে এটি সবথেকে বেশি বিক্রি হয়। এটি Airbus 's Ecureuil-এর পরিবারের অংশ। সারা পৃথিবীতে এই হেলিকপ্টার ৪০ মিলিয়ন ঘণ্টার বেশি উড়েছে।
এই হেলিকপ্টারটির নানা ফিচারও নজরকাড়া। এটি অনেক উচ্চতায় উড়তে পারে। শুধু তাই নয়, প্রচণ্ড গরমেও এটি দারুণ পারফরমেন্স দেয়।
শুধু তাই নয়, এটির ব্যবহারও বহুমুখী। সংস্থার কথায়, এটিকে দমকল, পুলিশ, উদ্ধারককাজ, এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রীবহন এবং উপর থেকে নজরদারির জন্য ব্যবহার করা যেতে পারে।
মাউন্ট এভারেস্টে করেছে ল্যান্ড
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ল্যান্ড করা যে কোনও হেলিকপ্টারের কাছে কঠিন চ্যালেঞ্জ। যদিও এই কাজটাও খুব সহজেই করে ফেলেছে H125। এই হেলিকপ্টার সেখানেও সুরক্ষিতভাবে ল্যান্ড করেছে। যার ফলে এটি ভারতের উত্তরপূর্বের হিমালয় পর্বতবেষ্টিত পার্বত্য অঞ্চলে দারুণ কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষত, এই অঞ্চলের উপস্থিত সেনার জন্য এটি ভালো বিকল্প হতে পারে। কারণ, এই অঞ্চলে কর্মরত সেনার জন্য এমন কিছু বাহন দরকার যা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। আর সেই কাজে সেরার সেরা অস্ত্র হতে পারে H125।
তবে শুধু মিলেটরি নয়, এর পাশাপাশি নানা প্যারাফোর্স এবং সেখানকার সরকারের নানা কাজের জন্য বিকল্প হতে পারে এই হেলিকপ্টার।
মিলেটরি ভার্সন রয়েছে
এই প্ল্যান্ট থেকে H125-এর সিভিল ও মিলিটরি ভার্সান বানানো হবে। এই হেলিকপ্টারে ভারতীয় নানা যন্ত্রাংশ এবং প্রযুক্তি ব্যবহার হবে বলেই খবর। যার ফলে এই হেলিকপ্টারটি Cheetah এবং Chetak হেলিকপ্টারের সেরা উত্তরসূরি হতে চলছে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞের একাংশ।
দেশের প্রথম বেসরকারি সংস্থা হিসাবে এগিয়ে এসেছে টাটা
টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড (TASL) এই বিষয়ে নতুন রেকর্ড করল। এই সংস্থা প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে বানাবে হেলিকপ্টার। শুধু তাই নয়, এই সংস্থা ম্যানফ্যাকচারিং থেকে টেস্টিং, অ্যাসেম্বলিং, ইন্ট্রিগ্রেশন এবং ফাইনাল ফ্লাইট টেস্টিংও করবে বলে খবর।