scorecardresearch
 

Tejashwi Yadav: 'মমতা বন্দ্যোপাধ্যায় INDIA-র নেতৃত্ব দিলে আপত্তি নেই, তবে...' যা বললেন তেজস্বী

মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোটের নেতৃত্ব দিলে আপত্তি নেই। তবে আরও অনেক সিনিয়র নেতারা আছেন। তাই  সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই বললেন তেজস্বী যাদব(Tejashwi Yadav)।

Advertisement
তেজস্বী যাদব যা বললেন তেজস্বী যাদব যা বললেন

মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোটের নেতৃত্ব দিলে আপত্তি নেই। তবে আরও অনেক সিনিয়র নেতারা আছেন। তাই  সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই বললেন তেজস্বী যাদব(Tejashwi Yadav)। সম্প্রতি কলকাতায় এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) INDIA ব্লক নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি জানিয়েছিলেন, প্রয়োজনে বাংলা থেকেও ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। 

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী বলেন, 'ইন্ডিয়া ব্লক এখনও এই বিষয়টির বিবেচনা করেনি। সমস্ত অংশীদারদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জোটের নেতৃত্ব দেন, তাতে আমাদের কোনও সমস্যা নেই। তবে আমাদের জোটে অনেক সিনিয়র নেতারা আছেন। সেটা মাথায় রেখে নেতা নির্বাচনের বিষয়ে আমাদের সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া উচিত।'

রবিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তেজস্বী। সেখানেই একথা বলেন তিনি। দেখুন ভিডিও:
 

ইন্ডিয়া ব্লকের নেতা হিসাবে RJD মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাতে লাগাম তুলে দিতে রাজি? পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এর উত্তরে তেজস্বী বলেছিলেন, 'আমরা এখনও ভবিষ্যতের নেতৃত্বের বিষয়ে আলোচনা করিনি। সম্মিলিতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কে নেতা হবেন, এবং ভবিষ্যতের রোডম্যাপ কী হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তা ঐক্যমতের মাধ্যমেই নেওয়া হবে।'

Advertisement

Advertisement