Telangana Election Results: ভোট প্রবণতায় তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস, ১০ বছর পর বদলের সম্ভাবনা

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়েছিল। সে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন কে চন্দ্রশেখর রাও। পৃথক রাজ্য গঠনের আন্দোলনের মুখ ছিলেন তিনি। তেলেঙ্গানা গঠিত হওয়ার পর তাঁর উপরেই আস্থা রাখেন রাজ্যবাসী।

Advertisement
ভোট প্রবণতায় তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস, ১০ বছর পর বদলের সম্ভাবনা     telangana assembly election results

বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিলই। ভোটের দিন ফল ঘোষণা হওয়ার পর থেকে প্রাথমিক প্রবণতায় সেটাই মিলে যেতে চলেছে। তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস। প্রাথমিক প্রবণতায় কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে রাহুল গান্ধীর দল। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস এগিয়ে আসনে। আর আসনে এগিয়ে বিআরএস। 

পরপর দুবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন কেসিআর। তৃতীয়বার সম্ভবত তাঁর ফেরা হচ্ছে না। ক্ষমতার দখল যাচ্ছে কংগ্রেসের হাতে। অন্তত প্রাথমিত প্রবণতায় সেই আভাসই মিলছে। 
 
২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়েছিল। সে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হন কে চন্দ্রশেখর রাও। পৃথক রাজ্য গঠনের আন্দোলনের মুখ ছিলেন তিনি। তেলেঙ্গানা গঠিত হওয়ার পর তাঁর উপরেই আস্থা রাখেন রাজ্যবাসী। কিন্তু ১০ বছর পর শাসনের থাকার পর প্রতিষ্ঠান বিরোধিতার হওয়ায় গড় ধরে রাখতে পারছেন না কেসিআর। তেমনটাই ইঙ্গিত প্রাথমিক ভোট প্রবণতায়। 

POST A COMMENT
Advertisement