এই মন্তব্যকে অনেকেই ভারতের রাষ্ট্রব্যবস্থা ও সরকারের প্রতি প্রকাশ্য উপহাস বলেই দেখছেন।আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী ও ব্যবসায়ী বিজয় মাল্যাকে ঘিরে সাম্প্রতিক একটি পার্টির ভিডিও ও ছবি ঘিরে ফের চর্চা তুঙ্গে। ললিত মোদীর জন্মদিনের অনুষ্ঠানে এই দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সেই সঙ্গে আলোচনায় উঠে আসে, দু’জনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নারীকে ঘিরে কৌতূহল।
কেন আবার খবরের শিরোনামে বিজয় মালিয়া?
গত ২৯ নভেম্বর ললিত মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে বিজয় মাল্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও ললিত মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ললিত মোদী মজা করে বলেন, 'আমরা ভারতের সবচেয়ে বড় পলাতক।' এই মন্তব্য ঘিরেই বিতর্ক ও আলোচনা আরও বেড়ে যায়।
‘রহস্যময়ী তরুণী’ আসলে কে?
ভিডিও ও ছবিতে যে মহিলাকে নিয়ে জল্পনা শুরু হয়, তিনি আর কেউ নন, পিঙ্কি লালওয়ানি। তিনি বিজয় মাল্যের দীর্ঘদিনের সঙ্গী। পিঙ্কি পেশায় প্রাক্তন বিমানসেবিকা এবং বর্তমানে লন্ডনে মাল্যের সঙ্গেই বসবাস করেন। ললিত মোদীর পার্টির একাধিক ছবিতে তাঁকে বিজয় মাল্যের পাশে দেখা গেছে।
পিঙ্কি লালওয়ানি সম্পর্কে সংক্ষেপে
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৬ সালেই বিজয় মালিয়া ও পিঙ্কি লালওয়ানির সম্পর্ক প্রকাশ্যে আসে। পিঙ্কি ২০১১ সালে কিংফিশার এয়ারলাইন্সে এয়ার হোস্টেস হিসেবে যোগ দেন। তারপর থেকেই তাঁদের একসঙ্গে বহুবার বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।