Supreme Court: অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় চলবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট সারা দেশে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলা অভিযানের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না। আদালতের মন্তব্য, বাস্তবতা না জেনে কোনও একতরফা আদেশ দেওয়া সম্ভব নয়। বিচারপতি সূর্যকান্ত এদিন শুনানিতে প্রশ্ন তোলেন— 'যদি কোনও অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করে, তবে কী হবে?

Advertisement
অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় চলবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
হাইলাইটস
  • সুপ্রিম কোর্ট সারা দেশে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলা অভিযানের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না।
  • আদালতের মন্তব্য, বাস্তবতা না জেনে কোনও একতরফা আদেশ দেওয়া সম্ভব নয়।

সুপ্রিম কোর্ট সারা দেশে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে চলা অভিযানের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না। আদালতের মন্তব্য, বাস্তবতা না জেনে কোনও একতরফা আদেশ দেওয়া সম্ভব নয়। বিচারপতি সূর্যকান্ত এদিন শুনানিতে প্রশ্ন তোলেন— 'যদি কোনও অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করে, তবে কী হবে? যদি আপনি তাদের আটক না করেন, তাহলে এটা স্পষ্ট যে, তারা অদৃশ্য হয়ে যাবে।' আদালত আরও জানায়, সরকারের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের আটক ও নির্বাসন বন্ধ হবে না।

আদালত দুসপ্তাহের মধ্যে কেন্দ্রকে তাদের আইনি অবস্থান ও জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের আবেদনের ভিত্তিতে সমস্ত রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে।

আবেদনে অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে সারা দেশে বাংলাভাষী মানুষদের আটক করছে রাজ্য পুলিশ। আটককৃতদের মধ্যে অনেকে তদন্তে ভারতীয় প্রমাণিত হয়েছেন। এমনকি, কিছু মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর পর জানা গেছে যে তারা ভারতীয়, পরে তাদের ফেরত আনা হয়েছে।

সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, অভিবাসী শ্রমিকদের উৎপত্তিস্থল যাচাইয়ের জন্য কোনও কার্যকর পদ্ধতি বা নোডাল এজেন্সি আছে কি না, যা মূল রাজ্য ও কর্মস্থল রাজ্যের মধ্যে সমন্বয় রক্ষা করতে পারে। আবেদনকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অভিযান অবিলম্বে বন্ধ করা জরুরি। তবে আদালতের বক্তব্য, বিষয়টি উপেক্ষা করা যাবে না। যদি কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করে, তবে তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

POST A COMMENT
Advertisement