Ayodhya: যুবতীর চোখ উপড়ে-ধর্ষণ-খুন, অযোধ্যায় হাড়হিম করা ঘটনা, দেশজুড়ে তোলপাড়

অযোধ্যায় এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। হাত-পা বাঁধা বিবস্ত্র। ক্ষতবিক্ষত।  চোখ উপড়ে নিয়েছে কেউ বা কারা। পাশে পড়ে রক্তে ভেজা জামাকাপড়ও। শনিবার অযোধ্যায় একটি ক্যানেল থেকে এই অবস্থাতেই উদ্ধার হয় ২২ বছরের তরুণীর রক্তমাখা দেহ।

Advertisement
যুবতীর চোখ উপড়ে-ধর্ষণ-খুন, অযোধ্যায় হাড়হিম করা ঘটনা, দেশজুড়ে তোলপাড়প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • অযোধ্যায় এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। হাত-পা বাঁধা বিবস্ত্র। ক্ষতবিক্ষত।

অযোধ্যায় এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। হাত-পা বাঁধা। বিবস্ত্র। ক্ষতবিক্ষত।  চোখ উপড়ে নিয়েছে কেউ বা কারা। পাশে পড়ে রক্তে ভেজা জামাকাপড়ও। শনিবার অযোধ্যায় একটি ক্যানেল থেকে এই অবস্থাতেই উদ্ধার হয় ২২ বছরের তরুণীর রক্তমাখা দেহ। জানা যাচ্ছে, ওই তরুণী বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন এবং শুক্রবার দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। শনিবার সকালে গ্রামের নিকটবর্তী একটি খালের পাশে তাঁর বিবস্ত্র, ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, তাঁর চোখ উপড়ে নেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। ধর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত নয়। তদন্তের স্বার্থে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনের আগে এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রশাসনিক অবহেলার অভিযোগ এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার তদন্তে সমাজবাদী পার্টির কর্মীদের সম্ভাব্য জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন। ফৈজাবাদের সংসদ সদস্য অবধেশ প্রসাদ এই ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচারের আবেদন জানান। 

এই নৃশংস হত্যাকাণ্ড উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। উন্নাও, হাথরাসের পর অযোধ্যায় এমন ঘটনা ঘটায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা বাড়ছে। সাধারণ মানুষ দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।

 

TAGS:
POST A COMMENT
Advertisement