ছত্তিশগড়ের কাঙ্কেরে ফের নকশাল বিরোধী অভিযান। নিকেশ ৩। রাওয়াস জঙ্গলে অভিযান চালাচ্ছিল স্থানীয় জেলা পুলিশের রিজার্ভ গার্ড। ঠিক তখনই নকশালরা বিনা প্ররোচনায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। সঙ্গে মিলেছে অস্ত্রও। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নিহতরা নকশালদের স্থানীয় এরিয়া কমিটির সদস্য ছিলেন। প্রসঙ্গত, ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে এখনও পর্যন্ত ২৫২ জন নকশাল নিহত হয়েছেন। এর মধ্যে কাঙ্কেরসহ সাতটি জেলা নিয়ে গঠিত বাস্তার বিভাগেই ২২৩ জন মারা গিয়েছেন। বাকি নকশালরা গড়িয়াবন্দের। এছাড়াও, দুর্গ জেলার মোহলা-মানপুর-আম্বাগড় ফাঁড়ি এলাকায় একটি সংঘর্ষে দুই নকশাল নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির দুই সিনিয়র মাওবাদী নেতা ৬৩ বছর বয়সী রাজু দাদা ওরফে কাট্টা রামচন্দ্র রেড্ডি এবং ৬৭ বছর বয়সী কোসা দাদা ওরফে কাদরি সত্যনারায়ণ রেড্ডি, নারায়ণপুর জেলায় একটি এনকাউন্টারে নিহত হন। পুলিশের তরফে জানানো হয়েছে, নকশাল বিরোধী এই অভিযান চলতে থাকবে।
প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এনকাউন্টার এবং নিরাপত্তা অভিযানের তদন্ত চলছে। এরপর কেউ গ্রেফতার হলে তার তথ্য ভাগ করে নেওয়া হবে। নিরাপত্তা বাহিনী স্থানীয় এবং জেলা পর্যায়ে নকশালদের উপর চাপ বজায় রাখছে।