Nirmala Sitharaman : বাংলায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল কংগ্রেস : অর্থমন্ত্রী নির্মলা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটের সমালোচনা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার বাজেটের জবাবী বক্তৃতায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নির্মলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাংলায় লুট চালাচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।

Advertisement
বাংলায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল কংগ্রেস : অর্থমন্ত্রী নির্মলা Nirmala Sitharaman
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে তৃণমূল নয়ছয় করেছে বলেও অভিযোগ করেন নির্মলা
  • বাজেটের জবাবী বক্তৃতায় তৃণমূলকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটের সমালোচনা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার বাজেটের জবাবী বক্তৃতায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নির্মলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাংলায় লুট চালাচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 

MGNREGA ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূল দুর্নীতি করেছে বলে অভিযোগ। অর্থমন্ত্রীর কথায়, 'তৃণমূলস্তরের মানুষের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে দলটি ক্ষমতায় এসেছিল। অথচ এখন তৃণমূলস্তরের মানুষই পশ্চিমলবঙ্গে সব থেকে বেশি শোষিত। তারা সরকারি সুবিধা পায় না।' 

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে তৃণমূল নয়ছয় করেছে বলেও অভিযোগ করেন নির্মলা। বলেন,'আর পাঁচটা রাজ্যের মতো ২০১৬-১৭ সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়িত হয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় সরকার ২৫,৭৯৮ কোটি টাকা দিয়েছে। তবে, সেই টাকা যথাযতভাবে সাধারণ মানুষকে দেওয়া হয়নি। বেনিয়মের অভিযোগ এসেছে। অযোগ্যদের টাকা দেওয়া হয়েছে।' একইভাবে MNREGA-তেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী। তারপরই তাঁর সংযোজন, 'তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তৃণমূল আর শোষণ যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে।' 

পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থার সমালোচনা করেন নির্মলা সীতারমন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকারের কোনও শিল্পনীতি নেই। তাই এখানে বড় শিল্প গড়ে ওঠে না। ২০১০ সালের তুলনায় শিল্প কমেছে। উদাহরণ দিতে গিয়ে তিনি আরও বলেন, স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গকে শিল্পের পাওয়ার হাউস বলা হত। ১৯৪৭ সালে গোটা দেশের শিল্পের মধ্যে ২৪ শতাংশ ছিল পশ্চিমবঙ্গের। যা এখন ৩.৫ শতাংশে নেমে এসেছে। 

প্রসঙ্গত, বাজেটের সমালোচনা করেছিল তৃণমূল নেতৃত্ব। বাংলাকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগ করেছিলেন দলের প্রথম সারির নেতারা।  লোকসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'রাজ্যের জন্য কোনও প্রকল্প ঘোষণা হয়নি। বাংলার বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না। একশো দিনের কাজ ও আবাস যোজনায় রাজ্যের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্র।'

POST A COMMENT
Advertisement