রাহুল গান্ধি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস-তৃণমূল বিবাদে নতুন মাত্রা। দিল্লি থেকে কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে প্রার্থী দিতে পারে তাহলে গোয়া, ত্রিপুরার মতো ছোটো রাজ্যের পাশাপাশি বড় রাজ্যেও প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধিকেও আক্রমণ করেন তৃণমূলের নম্বর টু।
রাহুল গান্ধিকে আক্রমণ
নাম না করে রাহুল গান্ধিকে সরাসরি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'যাঁদের ইডি সবসময় ভয় দেখাচ্ছে, তাঁরা রাস্তায় নেমে আন্দোলন লড়াই করছে। মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর যাঁর কোনও ভয় নেই সে তো বাড়িতে বসে টুইট করছে।' তারপরই তাঁর সংযোজন, টপশ্চিমবঙ্গে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। এর ফলে কাদের সুবিধা করে দিল ওরা?'
আরও পড়ুন : মালদায় অফিসে পিস্তল হাতে বসে TMC নেত্রী! ভাইরাল
প্রার্থী দেওয়া নিয়ে আক্রমণ
কংগ্রেসকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, তাঁরা ছোটো-বড় সব রাজ্যের ভোটে প্রার্থী দেবেন। তাতে কারও কিছু মনে হলে তাঁদের কিছু যায় আসে না। তিনি বলেন, 'আমরা প্রার্থী দেব সব জায়গায়। তাতে যদি কোনও দলের অসুবিধে হয়, তাহলে কিছুই করার নেই।'
কংগ্রেসকে তুলোধনা
বিরোধী দল হিসেবে কংগ্রেস তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'লোকসভার ভিতরে ও বাইরে বিরোধী দলের ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কংগ্রেস। ১৩০ কোটি মানুষের বিশ্বাস তারা জিততে পারেনি।
তাঁর কথায়, 'কে কোথায় ক্ষমতায় থাকবে সেটা জনগণই সিদ্ধান্ত নেয়। এটা গণতন্ত্র, স্বৈরাচার নয়। কে কোথায় প্রার্থী দেবে ইত্যাদি মানুষ সেটা ঠিক করে দেবে। সব কিছুর একটা শুরু করতে হয়। আমরাও করেছি।'